Advertisement
Advertisement

Breaking News

আত্মহত্যার পর ছাত্রীর চিঠি পৌঁছল মুখ্যমন্ত্রীর দরবারে

ঝাঁসির চিঠি থেকে জানা গিয়েছে, জোর করে তাঁকে বিয়ে দিয়েছিলেন তাঁর মা৷এমনকি স্বামী ও মা মিলে বেশ্যাবৃত্তি করার জন্য হুমকি দিচ্ছিলেন বলেও অভিযোগ৷

Woman's Letter To Telangana Chief Minister Arrives After Her Alleged Suicide
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 31, 2016 2:45 pm
  • Updated:May 31, 2016 2:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি-টেক ছাত্রীর আত্মহত্যার পর তাঁর চিঠি পৌঁছল মুখ্যমন্ত্রীর দফতরে৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ থেকে ১০০ কিলোমিটার দূরে নক্রেকাল এলাকায়৷ মৃত ছাত্রীর নাম ঝাঁসি রানী৷

মৃত্যুর দিনই নিজের ফাইনাল পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছিলেন বছর একুশের ঝাঁসি৷ কিন্তু, জীবনের শেষ লড়াইয়ের ফলটা দেখে যেতে পারলেন না নিজের চোখে৷ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং রাজ্য পুলিশের ডিজিকে পাঠানো ঝাঁসির চিঠি থেকে জানা গিয়েছে, জোর করে তাঁকে বিয়ে দিয়েছিলেন তাঁর মা৷ এমনকি এর জন্য ঝাঁসির স্বামীর থেকে টাকাও নিয়েছেন বলে অভিযোগ৷ বিয়ের পর ঝাঁসির উপর অকথ্য অত্যাচার করা হত৷ স্বামী ও মা মিলে তাঁকে বেশ্যাবৃত্তি করার জন্য জোর-জবরদস্তি করছে বলে চিঠিতে লিখে গিয়েছেন ঝাঁসি৷

Advertisement

ঝাঁসির সহপাঠিদের জিজ্ঞাসা করে পুলিশ জানতে পেরেছে, পরীক্ষা দেওয়ার পরে তাঁকে মা ও স্বামী এসে সঙ্গে করে নিয়ে যান৷ প্রতিবেশীদের অভিযোগ, ঘটনার দিন বিষের বোতল নিয়ে ঝাঁসিকে হুমকি দিচ্ছিলেন দুজনে৷ পুলিশের অনুমান, সেই বিষ খেয়েই আত্মঘাতী হয়েছেন ঝাঁসি৷ ঘটনার পর থেকেই পলাতক ঝাঁসির মা ও স্বামী৷ দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement