Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

ফের যোগীরাজ্যে ধর্ষণ করে খুন! জাতীয় সড়কে পড়ে বাক্সবন্দি অর্ধদগ্ধ তরুণীর দেহ

তরুণীর মাথা থেকে কোমর পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে।

Woman's half-burnt body found inside box on highway in Uttar Pradesh। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 3, 2023 9:27 am
  • Updated:September 3, 2023 12:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) জাতীয় সড়কে টিনের বাক্সের ভিতরে তরুণীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। মৃতার মুখ থেকে কোমর পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সম্ভবত ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হতে পারে।

জানা যাচ্ছে, যোগীরাজ্যের লালানগর টোল প্লাজার কাছে ১৯ নম্বর জাতীয় সড়ক ওই বাক্সটি পড়ে থাকতে দেখা যায়। সেই বাক্স থেকেই আধপোড়া গন্ধ বের হচ্ছিল। এরপর বাক্স খুলতেই চমকে ওঠেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থল পরিদর্শন করার পর পুলিশ সুপারিটেন্ডেন্ট মীনাক্ষী কাত্যায়ন জানাচ্ছেন, দেখে মনে হচ্ছে তরুণীর বয়স কুড়ির আশপাশে। তাঁর পরনে ছিল সাদা পোশাক।

Advertisement

[আরও পড়ুন: মিলল সবুজ সংকেত, এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে বিমান সংস্থা ভিস্তারা]

প্রাথমিক অনুমান, সম্ভবত মেয়েটিকে নির্যাতন করে তারপর তাঁর দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে পেট্রল দিয়ে। নির্যাতিতার পা শক্ত করে বাঁধা ছিল দড়ি দিয়ে। পরে ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক বিশেষজ্ঞের দল। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তরুণীকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ধর্ষণের আশঙ্কা কোনওভাবেই উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সম্ভাব্য সবরকম দিক খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: ‘রিভলবারের একটি গুলিই যথেষ্ট’, সৌরভের গ্রেপ্তারিতে যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement