সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে পড়ে ২৫ লক্ষ টাকা৷ কালো টাকা নয়৷ জমি বিক্রি করে পাওয়া অর্থ৷ কিন্তু প্রমাণ করবেন কী করে? ব্যাঙ্কে জমাই বা দেবেন কীভাবে? তাহলে কি এত অর্থ এক ঝটকায় মূল্যহীন হয়ে গেল? এসব প্রশ্নের উত্তর না মেলায় একরাশ চাপ মাথায় নিয়ে আত্মহননের পথ বেছে নিলেন তেলেঙ্গানার এক প্রৌঢ়া৷
তেলেঙ্গানার মেহবুবাবাদের শনিগাপুরম গ্রামের ৫৫ বছরের কান্দুকুরি বিনোদার স্বামী বেশ কয়েক বছর ধরে পক্ষাঘাতে ভুগছেন৷ ধার দেনা করে স্বামীর চিকিৎসা চলছিল৷ অর্থ জোগাড় করতে ১২ একর জমি বিক্রি করে দেন তিনি৷ ৭৬ লক্ষ টাকার বিনিময়ে জমি বিক্রি করেন৷ হাতে পেয়েছিলেন ৪৮ লক্ষ টাকা৷ বাকি টাকা ক্রেতা এখনও দেননি৷ আরেকটি জমি কেনার পরিকল্পনা ছিল বিনোদা দেবীর৷ সেই কারণে ব্যাঙ্কে জমা না দিয়ে প্রাপ্ত অর্থ বাড়িতেই রেখে দিয়েছিলেন৷ যার মধ্যে স্বামীর চিকিৎসায় ৩ লক্ষ টাকা দেন এবং ২০ লক্ষ টাকার দেনাও শোধ করেন৷ ভেবেছিলেন বাকি অর্থ দুই মেয়েকে ভাগ করে দেবেন৷ অর্থ নিয়ে ছেলের সঙ্গেও ঝামেলা হয়েছিল তাঁর৷ কিন্তু কে জানত, রাতারাতি এত বড় একটি সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদি৷ বাতিল হয়ে যাবে ৫০০ এবং ১০০০ টাকার নোট৷ খবরটা পাওয়া মাত্র বিনোদা দেবীর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যায়৷ কী করবেন, কোথায় যাবেন, কিছুই ঠাউর করে উঠতে পারেন না৷ সব টাকা কাগজ হয়ে গেল, এই আশঙ্কায় এবং ছেলের সঙ্গে মনোমালিন্যের জেরে বৃহস্পতিবার আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি৷
তেলেঙ্গানার সেই প্রত্যন্ত গ্রামে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বিস্তারিত নির্দেশাবলি পৌঁছয়নি৷ ফলে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় কী কী করতে হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা ছিল না গ্রামবাসীর৷ তার উপর সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা এই সংক্রান্ত নানা ভুল তথ্য চারদিকে ছড়িয়ে পড়ছিল৷ ফলে পুরো বিষয়টি নিয়ে গ্রামবাসী ধন্দে পড়ে যায়৷ আর তাই আত্মহত্যার পথকেই বেছে নেন বিনোদা দেবী৷ গোটা ঘটনা খতিয়ে দেখছে মেহবুবাবাদ থানার পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.