সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নৃশংসভাবে স্বামী এবং তার দুই সন্তানকে হত্যা করেছে মধ্যপ্রদেশের এক মহিলা৷ তিনটি খুন করেই থেমে থাকেনি সে৷ পরিবারের অন্য সাত সদস্যকেও আক্রমণ করেছিল সে৷ তাঁদেরও হত্যা করার চেষ্টা করেছিল৷ আর এই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ৩০ বছরের রাজওয়া কোলের৷
জানা গিয়েছে, নিজেকে ঈশ্বর ভেবেই এমন কাজ করেছে সে৷ জেরায় জানিয়েছিল, পরিবারের সদস্যদের হত্যা করার পিছনে তার কোনও দোষ নেই৷ সে স্বয়ং ঈশ্বর৷ আর তাই এই কাজ করার অধিকার তার আছে৷ রাজওয়াকে মানসিক বিকারগ্রস্ত বলে মনে করছে পুলিশ৷ হত্যার দায়ে তাকে গ্রেফতার করা হলে সে নিজেকে দেবী বলে পরিচয়ও দিয়েছিল বলে জানা গিয়েছে৷ কেবল পুলিশ নয়, রাজওয়ার আইনজীবী জানিয়েছেন মানসিক বিকারগ্রস্ত তাঁর মক্কেল৷ আর তাই তাকে মুক্তি দেওয়া হোক৷ ২০১২ সালে এই হত্যালীলা চালিয়েছিল রাজওয়া৷ আর এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রথমে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত৷ যদিও পরে তার মানসিক অবস্থার কথা মাথায় রেখে সেই সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.