Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

প্রশিক্ষণের সময় ভাঙল বিমান, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি মহিলা পাইলট

মাঝ আকাশে কেন ভাঙল প্রশিক্ষণের বিমান?

Woman trainee pilot injured after flight crashes in Madhya Pradesh

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 6, 2024 7:45 pm
  • Updated:March 6, 2024 7:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণের সময় বিমান ভেঙে পড়ে গুরুতর আহত হলেন এক মহিলা পাইলট। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটি ছিল ওই বিমানে। প্রশিক্ষণের সময়েই সেটি ভেঙে পড়ে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গুনায়।

জানা গিয়েছে, চাইমস অ্যাভিয়েশন অ্যাকাডেমির ছাত্রী ছিলেন ওই আহত পাইলট। বুধবার গুনাতে উড়ান চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। নিমুচ থেকে ধানা পর্যন্ত বিমান চালিয়ে আসেন। তার পরেই বিপত্তি। আপৎকালীন পরিস্থিতিতে কিভাবে বিমান অবতরণ করাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন মহিলা পাইলট। রানওয়েতেন নামতে গিয়ে আছড়ে পড়ে বিমানটি।

Advertisement

[আরও পড়ুন: কারও নাম করে আক্রমণ নয়, চব্বিশের লড়াইয়ে ভাবমূর্তি বদলের চেষ্টায় মোদি]

বিমান ভেঙে পড়ার জেরে গুরুতর আহত হন ওই মহিলা পাইলট। দুর্ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত গুনার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই পাইলট। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মাঝ আকাশে থাকাকালীনই বিমানের ইঞ্জিনে গণ্ডগোল দেখা যায়। তার পরেই বিমানটি ভেঙে পড়ে। ইঞ্জিন বিকল হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান।

গোটা ঘটনায় মুখ খুলেছেন গুনার সাব ইন্সেপক্টর চাঁচল তিওয়ারি। তিনি জানান, সাগর জেলার নিমুচ থেকে ধানায় বিমান চালাচ্ছিলেন এক মহিলা পাইলট। অ্যাভিয়েশন অ্যাকাডেমির ছাত্রী মাঝআকাশেই বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার পরেই বিমানটি ভেঙে পড়ে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে মহিলা পাইলটকে। তবে গোটা ঘটনায় অ্যাভিয়েশন অ্যাকাডেমির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: বাংলা থেকে বিহার পৌঁছতে দেরি, ক্ষমা চেয়ে মোদি বললেন, ‘বাঙালির উৎসাহ বেশি’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement