Advertisement
Advertisement

Breaking News

দ্বিতীয়বার বিয়ে, স্বামীর গায়ে অ্যাসিড ছুড়ল প্রথমা

অ্যাসিড লেগে আহত অভিযুক্ত স্ত্রীও৷ স্বামী-স্ত্রী দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন৷

Woman throws acid on husband, after finding out he married another woman

ছবিটি প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 25, 2016 6:22 pm
  • Updated:September 25, 2016 7:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী দ্বিতীয়বার বিয়ে করেছে৷ এই অপরাধে তাঁর গায়ে অ্যাসিড ছুড়ল স্ত্রী৷ জম্মুর কাথুয়া জেলার বানি শহরের এই ঘটনায় অ্যাসিডে আহত হয়েছেন স্ত্রীও৷ দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে৷

১০ বছর আগে শামিমা আখতারের সঙ্গে নিকাহ হয়েছিল মহম্মদ দীনের৷ কয়েকদিন আগেই অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মহম্মদের৷ প্রথম স্ত্রী থাকা সত্বেও প্রেমিকাকে বিয়ে করেন জম্মুর কনস্টেবল৷ এতেই ক্ষিপ্ত হয়ে স্বামীর গায়ে অ্যাসিড ছোড়ে শামিমা৷ এই কাজে তাকে সাহায্য করে মহম্মদের মেয়ে ও দুই সঙ্গী৷

Advertisement

অ্যাসিড শামিমার গায়েও লাগে৷ দু’জনকেই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ শামিমার অবস্থা স্থিতিশীল হলেও মহম্মদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ শামিমা, তার মেয়ে ও দুই সঙ্গীর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement