Advertisement
Advertisement

Breaking News

UP Bulandshahr

‘ছেলে চাই, মেয়ে কেন?’, রাগে দু’দিনের শিশুকন্যাকে গলা টিপে খুন দিদিমার!

অভিযুক্ত ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Woman ‘strangulates’ 2-day-old granddaughter in UP’s Bulandshahr | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Video Team
  • Posted:July 15, 2023 2:13 pm
  • Updated:July 15, 2023 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলে চাই! বারবার নাতি চাইতেন তিনি। কিন্তু কোথায় কী! নাতি না পেয়ে শেষমেষ নিজের নাতনিকেই খুন করে বসলেন দিদিমা! মর্মান্তিক এই অভিযোগ উঠেছে উত্তর প্রদেশের (Uttarpradesh) বুলন্দশহরে (Bulandshahr)। মাত্র দু’দিন বয়সের নাতনিকেই গলা টিপে খুন করেছেন ৪৫ বছর বয়সি ওই মহিলা।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মীনা নামের ওই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ (UP Police)। দাবি, গত মঙ্গলবার কন্যাসন্তানের জন্ম দেন এক মহিলা। যদিও ওই মহিলার মায়ের ইচ্ছা ছিল তাঁর মেয়ের পুত্রসন্তান হবে। কিন্তু কন্যাসন্তান হওয়ায় হতাশ হন শিশুর দিদিমা। অভিযোগ, এরপরেই বৃহস্পতিবার গভীর রাতে বেসরকারি হাসপাতালেই নিজের নাতনিকে গলা টিপে খুন করেন ওই মহিলা।

Advertisement

[আরও পড়ুন: টমেটো বেচে কোটিপতি! এক মাসেই আয় লক্ষ লক্ষ টাকা, চড়া বাজারে লক্ষ্মীলাভ কৃষকের]

ঘটনার খবর জানাজানি হতেই তৎপর হন মৃত শিশুর বাবা। শুক্রবার দানিশ খান সিয়ানা থানায় অভিযোগ দায়ের করেন তাঁর শাশুড়ির বিরুদ্ধে। দানিশের অভিযোগের ভিত্তিতে মীনাকে গ্রেপ্তার করে পুলিশ। দানিশের দাবি, তাঁর স্ত্রী আয়েশা মঙ্গলবার বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন। তাঁর অভিযোগ, বুধবার সকালে হাসপাতালে গিয়ে থেকে যান তাঁর স্ত্রীর মা। শিশুকন্যাকে আইসিইউয়ের বাইরে নিয়ে যাওয়ার নাম করে গলা টিপে খুন করেন ওই মহিলা! ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মীনাকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদও।

[আরও পড়ুন: কী সাহস! জ্বলন্ত আগ্নেয়গিরিতে বসেই পিৎজার স্বাদ, তরুণীর আজব কাণ্ডে হতবাক নেটপাড়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement