Advertisement
Advertisement

Breaking News

অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই খুন অন্তঃসত্ত্বা নৃত্যশিল্পী

ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷

Woman shot dead in Bhatinda
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 4, 2016 6:09 pm
  • Updated:December 4, 2016 6:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঞ্চে তখন পারফর্ম করছেন তিনি৷ আচমকাই তাঁকে লক্ষ্য করে চলে গুলি৷ মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি৷ অনুষ্ঠান চলাকালীনই খুন হলেন এক নৃত্যশিল্পী৷ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল ভাটিন্ডার এক বিয়ের অনুষ্ঠানে৷

বিভিন্ন বিবাহবাসরেই এই নৃত্যশিল্পীর দলকে মঞ্চ মাতানোর জন্য ভাড়া করা হয়৷ তেমনই ভাটিন্ডার বিয়ে বাড়িতেও পৌঁছে গিয়েছিল ডান্স ট্রুপটি৷ কিন্তু সেখানে যে তাঁদের জন্য এমন ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল, তা তাঁরা স্বপ্নেও ভাবেননি৷ মঞ্চে বাকিদের সঙ্গে ছিলেন ২২ বছরের অন্তঃসত্ত্বা কুলবিন্দরও৷ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত তিন ব্যক্তি নাচ চলাকালীনই মঞ্চে উঠে আসে৷ যাদের মধ্যে একজনের হাতে ছিল বন্দুক৷ কুলবিন্দরকে নাচের জন্য জোর করতে থাকে তারা৷ কিন্তু ওই নৃত্যশিল্পী নাচতে অস্বীকার করলে মঞ্চেই তাকে গুলি করে বন্দুকধারী৷ সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়েন তিনি৷ এমন ঘটনায় হতবাক হয়ে যান উপস্থিত অতিথিরা৷ গোটা ঘটনাটি ক্যারেমাবন্দি হয়েছে৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল৷

Advertisement

ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ আততায়ী আপাতত পলাতক৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ বিয়ে বাড়িতে বন্দুক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করার পরও কীভাবে প্রকাশ্যে বন্দুক নিয়ে অভিযুক্ত ঘুরে বেড়াচ্ছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement