Advertisement
Advertisement

Breaking News

‘আমার শাড়ি, গয়না পরতে ভালবাসেন স্বামী’!

বিচ্ছেদ চেয়ে মহিলা দাবি করেছেন, তাঁর স্বামী যৌন সংসর্গেও অক্ষম।

Woman seeks divorce from husband who wears sari, uses makeup
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 28, 2016 2:52 pm
  • Updated:December 28, 2016 2:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রথম রাতেই স্বামী নববধূর শাড়ি পরেছিলেন। সেজেছিলেন সদ্য বিয়ে হয়ে আসা স্ত্রীর গয়না এবং অন্যান্য প্রসাধনী দিয়ে। এরপর কেটে গিয়েছে এক বছর। প্রতি রাতেই নাকি স্বামীর মধ্যে জেগে ওঠে ‘স্ত্রী’ ভাব। আর প্রতিরাতেই নাকি স্ত্রীর পোশাক এবং গয়না পরে ‘মহিলা’ সাজতেন স্বামী। এক ক্রমাগত এই একই অবস্থা প্রত্যক্ষ করে অবশেষে বাধ্য হয়ে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন স্ত্রী।

বেঙ্গালুরুর এই অদ্ভুত দাম্পত্যের কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে কানাঘুষো। স্বামীর বিরুদ্ধে ডিভোর্স ফাইল করার সময় মহিলা জানিয়েছেন, “আমার স্বামী আমার শাড়ি এবং আমার গয়না পরতে পছন্দ করতেন।” বিচ্ছেদ চেয়ে মহিলা দাবি করেছেন, তাঁর স্বামী যৌন সংসর্গেও অক্ষম।

Advertisement

খুব অদ্ভুতভাবে গোটা বিষয়টি মেনে নিয়েছেন স্বামীও। বিচ্ছেদে সম্মতিও দিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement