Advertisement
Advertisement
Maharashtra

ড্রাইভিং শিক্ষার রিল বানাতে গিয়ে খাদে পড়ল গাড়ি! মর্মান্তিক মৃত্যুর ভিডিও ভাইরাল

তরুণী চালককে নিয়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি।

Woman Reverses Car Off Maharashtra Cliff and Dies

ছবি: সংগৃহীত

Published by: Kishore Ghosh
  • Posted:June 18, 2024 3:18 pm
  • Updated:June 18, 2024 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিল বানাতে গিয়ে আরও এক মত্যু। এবার মহারাষ্ট্রের (Maharashtra) পাহাড়ি এলাকায় তরুণী চালক-সহ ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেল একটি গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই তরুণীর। গোটা ঘটনা ধরা পড়েছে মৃতার সঙ্গীর তোলা ভিডিওতে। যা ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিল বানাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩ বছরের শ্বেতা দীপক সারওয়াসের। তাঁর সঙ্গী ছিলেন বছর ২৫ এর সুরজ সঞ্জু মুলে। সোমবার বিকেল দুজনে ঔরঙ্গাবাদ থেকে সুলিভঞ্জন হিলস-এ বেড়াতে যান। দুপুর ২টো নাগাদ কীভাবে গাড়ি চালাতে হয়, এই বিষয়ে রিল বানাচ্ছিলেন তাঁরা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, শ্বেতা হাসি মুখে ধীরে ধীরে গাড়িটিকে পিছনে নিয়ে যাচ্ছেন। শুরুতে বাঁধের ধার থেকে প্রায় ৫০ মিটার দূরে ছিল গাড়িটি। কিন্তু ব্যাক গিয়ারে সেটি বিপজ্জনক ধারে পৌঁছে যায়। এমনকী একটা সময় গতি বেড়ে যায় গাড়িটির।

Advertisement

 

[আরও পড়ুন: ‘আজাদ কাশ্মীর’ মুছে ‘আর্টিকেল ৩৭০’, দ্বাদশ শ্রেণির সিলেবাসে চিন নিয়েও রদবদল NCERT-র]

ভিডিওতে দেখা গিয়েছে, ভিডিও তুলতে তুলতে চিৎকার করে শ্বেতাকে সতর্ক করছেন সুরজ। গাড়ির গতি কমাতে বলছেন তিনি। একটি সময় ‘ক্লাচ ক্লাচ ক্লাচ’ বলে চিৎকার করেন তিনি। গাড়ি থামাতে ছুটেও যান। যদিও তার আগেই ৩০০ গভীর খাদে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক তরুণীর। পরে খবর পেয়ে গাড়িটিকে এবং তরুণীর মৃতদেহ উদ্ধার করে স্থানীয় থানার পুলিশ।

 

[আরও পড়ুন: ফলাফল সন্দেহজনক! EVM ও ভিভিপ্যাট মেলানোর দাবিতে কমিশনে মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement