Advertisement
Advertisement

Breaking News

Noida

নয়ডা শপিং মলের কাছে তরুণীকে গণধর্ষণ! ফেরার মূল অভিযুক্ত ‘বাহুবলী’

এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Woman Physically assaulted near Noida shopping mall | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:January 2, 2024 2:32 pm
  • Updated:January 2, 2024 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই নারী নির্যাতন কাণ্ডে খবরে নয়ডা (Noida)। নয়ডা শপিং মলের কাছে গণধর্ষিতা হলেন এক তরুণী। এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় ৫ যুবক। মূল অভিযুক্ত এলাকায় ‘বহুবলী’ দুষ্কৃতী হিসেবে পরিচিত। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে বলে জানা গিয়েছে।

বেশ কিছু দিন আগে ধর্ষণের ঘটনাটি ঘটলেও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ৩০ ডিসেম্বর স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। তদন্তকারীদের তিনি জানান, ধর্ষণের পর সম্প্রতি অভিযুক্তরা তাঁকে ব্ল্যাকমেল করে হেনস্তা করছিল। পুলিশের তরফে জানানো হয়েছে, “৩০ ডিসেম্বর সেক্টর ৩৯-এর থানায় এফআইআর দায়ের করেন তরুণী। এর পর তিন অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে।”

Advertisement

 

[আরও পড়ুন: বগটুইয়ের ভাদু শেখ খুনে অভিযুক্ত ছোট লালনের মৃত্যু]

গ্রেপ্তার হয়েছেন রাজকুমার, আজাদ এবং বিকাশ। এখনও পর্যন্ত ফেরার রবি এবং মেহমি নামের দুই যুবক। ঘটনায় অন্যতম অভিযুক্ত এলাকায় বাহুবলী দুষ্কৃতী হিসেবে পরিচিত। ধৃত তিন জনকে আদালতে পেশ করা হলে তাঁদের জেল হেফাজত হয়েছে বলে জানা গিয়েছে। অন্যতম অভিযুক্ত এবং তাঁর সঙ্গীকে খুঁজতে টানা তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

 

[আরও পড়ুন: পাঞ্জাব-মহারাষ্ট্রে পেট্রল পাম্পে লম্বা লাইন, জ্বালানি সংগ্রহে মরিয়া মানুষ, কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement