Advertisement
Advertisement

Breaking News

Hyderabad

কোল্ড ড্রিঙ্কে নেশার দ্রব্য, হায়দরাবাদে অচৈতন্য তরুণীকে গাড়ির ভিতরেই ধর্ষণ!

তরুণীকে মারধর করা হয় বলেও অভিযোগ।

Woman Physically Assaulted In Car at Hyderabad

প্রতীকী ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:July 4, 2024 10:56 am
  • Updated:July 4, 2024 11:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোল্ড ড্রিঙ্কে মেশানো ছিল নেশার দ্রব্য, যা পান করার পরেই মাথা ঘুরতে শুরু করে তরুণীর। প্রায় অচৈতন্য হয়ে পড়েন তিনি। এই অবস্থার সুয়োগ নিয়ে তাঁকে একটি গাড়ির ভিতর ঢুকিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। যৌন নির্যাতনে অভিযুক্ত হায়দরাবাদের (Hyderabad) এক নির্মাণ ব্যবসায়ী এবং তাঁর সহকারী। ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের কাছে তরুণী অভিযোগ করেছেন, রবিবার মিয়াপুর যান তিনি। দেখা করেন নির্মাণ ব্যবসায়ী জনার্দন এবং সঙ্গা রেড্ডির সঙ্গে। কথা মতো ইয়াদাগিরিগুট্টাতে একটি সাইট দেখাতে নিয়ে যান তাঁরা। রাতে সেখান থেকে ফেরার সময় গাড়ি খারাপ হওয়ার অজুহাতে মাঝপথে দাঁড়িয়ে পড়েন জনার্দন এবং সঙ্গা। গাড়ি ঠিক করা পর্যন্ত অপেক্ষার জন্য একটি নির্মিয়মান বাড়িতে তরুণীকে নিয়ে যায় তাঁরা। সেখানে প্রথমে খাবার খেতে দেওয়া হলে সন্দেহ হওয়ায় এড়িয়ে যান তিনি। খানিক বাদে কোল্ড ড্রিঙ্ক খেতে দিলে না করেননি তরুণী।

Advertisement

 

[আরও পড়ুন: পার্টিতে মদ নেই কেন? জন্মদিনেই যুবককে ছাদ থেকে ফেলে খুন করল বন্ধুরা

সেই কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পরেই মাথা ঘুরতে শুরু করে তরুণীর। প্রায় অচৈতন্য হয়ে পড়লে তাঁকে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তরুণী অভিযোগ করেছেন, ভোরের আলো ফোটা অবধি নির্যাতন চালায় জনার্দন এবং সঙ্গা। এমনকী তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। অভিযুক্তরা তরুণীকে মিয়াপুরে হোস্টেলের সামনে ছেড়ে পালিয়ে যায়। অভিযোগ পেয়ে তদন্ত নামে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। তাঁদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছে।

 

[আরও পড়ুন: এক সপ্তাহে দুবার, ফের হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আডবাণী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement