সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও একবার লজ্জাজনক ঘটনা। আর আবারও ঘটনাস্থল সেই বেঙ্গালুরু। আর এনিয়ে চতুর্থবারের জন্য লজ্জিত হল বেঙ্গালুরু। ৪ জানুয়ারি রাতে জিম থেকে ফেরার পথে এক মহিলার শ্লীলতাহানি হয় করা হয় বলে অভিযোগ। সব থেকে আশ্চর্যের বিষয়, ঘটনাটি ঘটে বনসওয়াদি পুলিশ স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে সংলগ্ন। ঘটনায় অভিযোগ দায়ের হয় ৫ জানুয়ারি।
আক্রান্ত ওই মহিলার অভিযোগ, বাইকে করে আসা এক অপরিচিত ব্যক্তি জোর করে তাঁর টি-শার্ট খোলার চেষ্টা করে। ঘটনায় বনসওয়াদি থানায় অভিযোগ দায়ের করে ওই মহিলা। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বেঙ্গালুরুর এমজি রোডে ৩১ ডিসেম্বর রাতে গণ শ্লীলতাহানির ঘটনা এখনও সবার মনে টাটকা। ওইদিন শহরে ১,৫০০ পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটতে পারে তা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর গত শুক্রবার আবারও অফিস যাওয়ার পথে কেজি হিলস এলাকায় ২৩ বছরের এক যুবতীকে শ্লীলতাহানির শিকার হতে হয়। যা রাস্তার সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
অথচ শুক্রবারই মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বারবার এধরনের লজ্জাজনক ঘটনার প্রতিবাদে বেঙ্গালুরুর রাস্তায় নামেন মহিলারা। তবে আদৌও এই প্রতিবাদের কোনও ফল হবে কিনা তা ভবিষ্যৎই বলবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.