Advertisement
Advertisement

Breaking News

Guwahati

পরকীয়ার জের? স্বামী ও শাশুড়িকে খুনের পর দেহ টুকরো করে ফ্রিজে ভরলেন গৃহবধূ!

প্রমাণ লোপাট করতে পরে দেহাংশগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন অভিযুক্ত।

Woman kills husband, mother-in-law in Guwahati | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:February 20, 2023 5:47 pm
  • Updated:February 20, 2023 5:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিভ ইন পার্টনারকে খুন করে দেহ টুকরো টুকরো করেছে প্রেমিক। এক নয়, দিল্লির এমন একাধিক ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। এবার প্রায় একই ঘটনার ঘটল অসমের গুয়াহাটিতে। তবে এবার অভিযুক্ত এক গৃহবধূ। নিজের স্বামী ও শাশুড়িকে খুন করে তাঁদের দেহের টুকরো ফ্রিজে লুকিয়ে রাখার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

পুলিশ সূত্রে খবর, ঘটনা গুয়াহাটির (Guwahati) নুনমাটি এলাকার। মাস সাতেক আগেই স্বামী ও শাশুড়িকে খুন করেন ওই গৃহবধূ বলে অভিযোগ। প্রথমে তাঁদের দেহ টুকরো করে কেটে ফ্রিজে লুকিয়ে রাখেন। তারপর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন। রবিবার অবশেষে ভয়ংকর এই ঘটনার কথা জানতে পারে পুলিশ। অভিযুক্ত গৃহবধূ বন্দনা কালিতাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। জেরায় নিজের অপরাধ স্বীকারও করেছেন তিনি বলে খবর। তিনি এও জানান, প্রেমিক অরূপ ডেকা ও বন্ধু ধনজিৎ ডেকার মদতেই এই কাজ করেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: অপারেশন থিয়েটারেই চিকিৎসকদের হাতাহাতি! বেনজির বিশৃঙ্খলা আর জি কর হাসপাতালে]

পুলিশের প্রাথমিক অনুমান, পরকীয়ার জেরেই স্বামী অমরজ্যোতি দে এবং শাশুড়ি শংকরী দে-কে খুন করেছেন ওই গৃহবধূ। গত বছর ১৭ আগস্ট এই নৃশংস ঘটনা ঘটিয়ে দেহ দুটির টুকরো ফ্রিজে ভরে রাখেন বন্দনা। এরপরই নুনমাটির ভাড়া বাড়ি ছেড়ে চলে যান তিনি। পরে আবার সেখান থেকে দেহাংশগুলি সংগ্রহ করে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেন। এই নৃশংস কাণ্ডের পিছনে পরকীয়া ছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, দিল্লিতে লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়ালকরকে খুন করে এভাবেই দেহের টুকরো ছড়িয়ে দিয়েছিলেন আফতাব। আবার সম্প্রতি রাজধানীতেই একই ঘটনা উঠে আসে শিরোনামে। সঙ্গী নিকিকে খুন করে দেহ ফ্রিজে লুকিয়েছিলেন সাহিল। দুই অভিযুক্তই আপাতত জেলে।

[আরও পড়ুন: রামদেবের সময়ের মূল্য আদানি, আম্বানি, টাটা, বিড়লার চেয়ে বেশি! ব্যাখ্যাও দিলেন যোগগুরু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement