Advertisement
Advertisement

Breaking News

যৌনাঙ্গে লাথি মেরে এইচআইভি আক্রান্ত স্বামীকে হত্যা করল স্ত্রী

নৃশংস!

Woman kills HIV infected husband by kicking him in the groin

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 27, 2017 8:29 am
  • Updated:February 27, 2017 9:05 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনাঙ্গে সজোরে লাথি মেরে স্বামীকে হত্যা করল স্ত্রী। রবিবারে হওয়া এমন ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেঙ্গালুরু শহরে। পুলিশ সূত্রে খবর, পেশায় ট্যাক্সিচালক, উদয় নামের ৪৭ বছরের ওই মৃত ব্যক্তি এইচআইভি আক্রান্ত ছিলেন। জানা গিয়েছে, রবিবার রাতে স্ত্রীর সঙ্গে জোর করে যৌন সঙ্গমে লিপ্ত হতে চান উদয়। স্ত্রী বাধা দিলে ক্ষিপ্ত হয়ে যান তিনি। ক্রমশ ব্যাপার হাতাহাতির পর্যায়ে চলে যায়। তারপর উদয়ের যৌনাঙ্গে সজোরে লাথি মারে তাঁর স্ত্রী নির্মলা। লাথি খেয়ে সেখানেই লুটিয়ে পরেন তিনি। প্রতিবেশীদের সাহায্যে হাসপাতালে নিয়ে গেলেও মারা যান তিনি।

ফুটবলটা ভালই বোঝে মৌমাছিরা

ঘটনার পর নির্মলাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশকে দেওয়া বয়ানে নির্মলা জানায় যে, এইচআইভি আক্রান্ত হওয়ায় স্বামীর সঙ্গে যৌনমিলনে রাজি ছিল না সে। এবং আত্মরক্ষার জন্যই স্বামীকে লাথি মারে সে। যদিও মৃতের পরিজনরা নির্মলার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকা ও হত্যার অভিযোগ এনেছেন। ইতিমধ্যে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আচমকা বিস্ফোরণ iPhone 7 plus-এর ব্যাটারিতে, ভাইরাল ভিডিও

পরিবারে নতুন অতিথি আনার চিন্তাভাবনা ছিল শ্রীনিবাস ও তাঁর স্ত্রীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement