Advertisement
Advertisement
UP Woman Mason

স্বামীকে খুন, ৪৫ কোটির সম্পত্তি ‘হাতিয়ে’ রাজমিস্ত্রির সঙ্গে পালাল বধূ

তিনবারের চেষ্টায় স্বামীকে খুন করেন ওই মহিলা।

Woman killed husband, ran away with mason in UP | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 1, 2023 9:30 am
  • Updated:December 1, 2023 1:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজমিস্ত্রির সঙ্গে গৃহবধূর প্রেম। ভালোবাসার টানে ঘর ছাড়তেও পিছপা হননি তাঁরা। বছরদেড়েক আগে পশ্চিমবঙ্গে তোলপাড় ফেলে দিয়েছিল এমন ঘটনা। তবে এবার শুধু ঘর ছাড়া নয়, রাজমিস্ত্রি প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীকে খুনও করিয়ে ফেললেন মহিলা। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছেন যুগল। এখনও দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরে। পুলিশ সূত্রে খবর, স্কুলশিক্ষক রাজেশ গৌতমের সঙ্গে বিয়ে হয়েছিল পিঙ্কি নামে এক মহিলার। দুই সন্তানও হয় তাঁদের। শিক্ষকতার পাশাপাশি জমি-বাড়ি ব্যবসাও ছিল রাজেশের। তাঁর একটি আবাসন বানানোর কাজেই এসেছিলেন রাজমিস্ত্রি শৈলেন্দ্র সোনকর। সেখান থেকেই পিঙ্কির সঙ্গে ঘনিষ্ঠতা শৈলেন্দ্রর। কিন্তু বিষয়টি জানতে পেরেই শৈলেন্দ্রকে কাজ থেকে সরিয়ে দেন রাজেশ।

Advertisement

[আরও পড়ুন: পাঁচ রাজ্যের ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম]

সেই রাগ থেকেই রাজেশকে খুনের পরিকল্পনা করেন যুগল। পিঙ্কির উদ্দেশ্য ছিল, রাজেশকে খুন করে তাঁর যাবতীয় সম্পত্তির মালিকানা পাবেন। জীবন বিমা থেকেও মোটা অঙ্কের টাকা দাবি করার পরিকল্পনা ছিল পিঙ্কির। সেই মতোই রাজেশকে খুন করতে তাঁর খাবারে বিষ মেশানো হয়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে প্রাণে বেঁচে যান রাজেশ।

এরপর রাজেশকে খুন করানোর জন্য তিন লক্ষ টাকা দিয়ে সুপারি কিলার ভাড়া করেন পিঙ্কিরা। কিন্তু কাজ না করেই উধাও হয়ে যায় সুপারি কিলাররা। তাতেও থেমে না গিয়ে নিজেরাই রাজেশকে খুনের ছক কষেন পিঙ্কিরা। গত ৪ নভেম্বর রাজেশ মর্নিং ওয়াক করার সময়ে তাঁকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যান যুগল। রাজেশের মৃত্যুর তদন্ত করতে গিয়ে সিসিটিভি ফুটেজ থেকে পিঙ্কি ও শৈলেন্দ্রকে চিহ্নিত করেছে পুলিশ।

[আরও পড়ুন: ঘুরছে অর্থনীতির চাকা, ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement