Advertisement
Advertisement

Breaking News

Blast

চা বানাতে গিয়ে বিপত্তি, তামিলনাড়ুতে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু বৃদ্ধার, উড়ল বাড়ি

ধ্বংসস্তুপ থেকে নাবালিকাকে উদ্ধার করল দমকল।

Woman killed, 10 injured in gas cylinder blast in Salem | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 23, 2021 5:14 pm
  • Updated:November 23, 2021 8:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর (Tamilnadu) সালেমের (Salem) কলিঙ্গপত্তি এলাকায় ভয়াবহ বিস্ফোরণ। রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে (Gas Cylinder Blast) মৃত্যু হল এক বৃদ্ধার। দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, পান্ডুরঙ্গন স্ট্রিটে (Pandurangan Street) ঘটনাটি ঘটে। ৮০ বছরের বৃদ্ধা রাজলক্ষ্মী চা বানানোর জন্য গ্যাস জ্বালাতেই সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শেভাপেট (Shevapet) থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগায় দমকলকর্মীরাও। পুলিশ জানিয়েছে, ওই বাড়িরই বাসিন্দা গোপী নামের এক মহিলাও বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। তাঁর দেহের ৯০ শতাংশই পুড়ে গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বাজপেয়ী-আডবানী ঘনিষ্ঠ সুধীন্দ্র কুলকার্নি তৃণমূলে? মমতার সঙ্গে সাক্ষাতের পরই বাড়ল জল্পনা]

মঙ্গলবারের বিস্ফোরণে আশপাশের বাড়িতেও আগুন ধরে যায়। ফলে প্রতিবেশীরা অনেকেই আহত হয়েছেন। তাদের মধ্যে ভেঙ্কটরাজন (৬২), ইন্ধিরানী (৫৪), মোহন রাজ (৪০), নাগসুথা (৩০), গোপাল (৭০), ধনলক্ষ্মী (৬৪), সুদর্শন (৬), গণেশান (৩৭), উষারানি (৪০), লোকেশ (১০) অন্যতম। এছাড়া বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ির ভিতরে আটকে পড়েছিলেন বছর দশকের এক নাবালিকাও। তাকেও উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে ভর্তি করেছেন পুলিশকর্মীরা। 

[আরও পড়ুন: উপরাষ্ট্রপতির বাসভবন কোথায় হবে তা কি জনতা ঠিক করবে?’, সেন্ট্রাল ভিস্তা মামলায় ‘সুপ্রিম’ প্রশ্ন]

সালেম জেলার দমকল দফতরের আধিকারিক এম ভেলু জানিয়েছেন, তাঁরা সকাল সাড়ে ৬টা নাগাদ বিস্ফোরণের খবর পান। তিনি বলেন, “এই ঘটনায় ১০ জনের বেশি আহত হয়েছেন। তাদের প্রত্যেককেই চিকিৎসার জন্য সালেমের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ১০ বছরের মেয়ে পূজা বাড়ির ধ্বংসস্তুপের নিচে আটকে ছিল। তাঁকেও আমরা উদ্ধার করেছি। মুরুগানের কন্যা পূজা। দমকল দফতরের আধিকারিক পদ্মনাভন এখনও ধ্বংসস্তুপের নিচে আটকে রয়েছেন।” সালেম জেলার কালেক্টর এস কারমেগাম, সালেমের বিধায়ক রাজেন্দ্রন এবং অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement