Chhattisgarh

শারীরিক সম্পর্ক এড়াতে কুয়োতে ঝাঁপ তরুণীর, তুলে খুন করলেন স্বামী

গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে।

Woman jumps into well after fight over physical intimacy husband first saves then kills her | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 19, 2023 9:38 am
  • Updated:April 19, 2023 9:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুক্ষণ আগেই জীবন বাঁচিয়ে ছিলেন স্বামী, সেই তাঁর হাতেই খুন হলেন তরুণী। চমকে দেওয়া ঘটনা ছত্তিশগড়ের (Chhattisgarh)। রাতে স্বামী-স্ত্রী দু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন। বিছানায় যাওয়ার পর শারীরিক সম্পর্কে আপত্তি করেন স্ত্রী৷ এই নিয়ে তুমুল ঝগড়ার মধ্যেই কুয়োয় ঝাঁপ দেন তরুণী। কুয়োয় নেমে তাঁকে উদ্ধার করেন স্বামী। যদিও ফের বিবাদ শুরু হয় উভয়ের মধ্যে। এরপরেই স্বামীর হাতে খুন হন তরুণী! অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আসা বাঈ। তাঁকে খুনে অভিযুক্ত স্বামী শংকর রাম। ছত্তিশগড়ের জশপুরের ঘটনা। সোমবার রাতে মদ্যপান করে দম্পতি। এরপর শংকর স্ত্রীর সঙ্গে মিলিত হতে চাইলে বেঁকে বসেন আশা৷ এই নিয়ে উভয়ের মধ্যে তীব্র বিবাদ শুরু হয়। কলহের জেরে মত্ত অবস্থায় কুয়োয় ঝাঁপ দেন আশা। তাঁকে বাঁচাতে দ্রুত কুয়োয় লাফিয়ে পড়েন শংকর। স্ত্রীকে কুয়ো থেকে উদ্ধারও করেন। যদিও ফের তুমুল ঝগড়া বাঁধে দু’জনের মধ্যে। অভিযোগ, এরপর আশার গোপনাঙ্গে আঘাত করেন শংকর। এবং তাঁকে খুন করেন।

Advertisement

[আরও পড়ুন: বড় অস্বস্তিতে কার্তি চিদাম্বরম, আইএনএক্স মিডিয়া মামলায় ১১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির]

পুলিশ জানিয়েছে, পালানোর চেষ্টা না করে গোটা রাত আশার মৃতদেহের পাশেই বসেছিলেন শংকর। সকালে খুনের খবর পায় স্থানীয় থানা। দ্রত ঘটনাস্থলে পৌঁছে আশার দেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে স্ত্রীকে হত্যায় অভিযুক্ত শংকরকে। স্থানীয় থানার পুলিশ আধিকারক জানিয়েছেন, এই বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

[আরও পড়ুন: ‘লিঙ্গ দিয়েই শুধু স্ত্রী বা পুরুষ নির্ধারণ করা যায় না’, মন্তব্য সুপ্রিম কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement