সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : প্যান্টের পকেটের ভিতরে লক্ষাধিক টাকার সোনার বার ও গয়না পাচার করতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়ল এক তরুণী৷ ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে৷ অভিযুক্ত তরুণী পরনের ডেনিম শর্টসের পকেটে করে ওই সোনার বার ও গয়না পাচার করছিল বলে অভিযোগ৷ বিমানবন্দর সুত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা সোনার মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা৷
দিল্লির অভিবাসন দপ্তর থেকে জানানো হয়েছে যে, শুক্রবার বিমানটি দুবাই থেকে দিল্লি পৌঁছনোর পর ওই তরুণীর উপর সন্দেহ হয়৷ তার পরীক্ষা – নিরীক্ষার করে শর্টসের সামনের পকেট থেকে ২৪ ক্যারাটের ১২ টি সোনার বিস্কুট পাওয়া যায়৷ যার ওজন ও মূল্য প্রায় ১.৪ কেজি ও ৪২.৭৫ লক্ষ টাকা৷ শুধু তাই নয়, তরুণীর ডেনিমের পিছনের পকেট থেকে দুটি পাউচে পাওয়া গিয়েছে ৭৮০ গ্রামের ১১০টি সোনার গয়না, যার মূল্য ১৮.৬২ লক্ষ টাকা৷ সবমিলিয়ে তরুণীকে গ্রেফতার করে তার কাছ থেকে আনুমানিক ৬১.৩৭ লক্ষ টাকার সোনা উদ্ধার করা হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.