Advertisement
Advertisement

এ কোন সমাজ! তিন ব্যক্তিকে দিয়ে কিশোরীকে লাগাতার ধর্ষণ করাচ্ছে মা!

নিজের স্ত্রীর নামে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার বাবা।

Woman Helped 3 Men Rape 12-Year-Old Daughter In Gujarat

ছবিটি প্রতীকী

Published by: Soumya Mukherjee
  • Posted:December 9, 2019 4:21 pm
  • Updated:December 9, 2019 4:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে, ‘কুসন্তান যদি বা হয়, কুমাতা কদাপি নয়’৷ এর মানে, সন্তান খারাপ হলেও মা কখনও খারাপ হয় না। কিন্তু, যতদিন যাচ্ছে কুসন্তানের থেকে কুমাতার সংখ্যা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গোটা দেশে যখন নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই সরব হয়ে উঠছেন। ধর্ষকদের চরম শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। ঠিক তখনই নিজের ১২ বছরের মেয়েকে তিন ব্যক্তিকে দিয়ে লাগাতার ধর্ষণ করানোর অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুজরাটের ভাবনগর জেলার পালিটানা তালুকার ভুতিয়া গ্রামে। তিন ধর্ষককে গ্রেপ্তার করা হলেও পলাতক মেয়েটির মা। 

[আরও পড়ুন: ‘ধর্মের ভিত্তিতে দেশভাগ করেছে কংগ্রেস’, লোকসভায় তোপ অমিত শাহের]

রবিবার স্থানীয় পুলিশ জানানো হয়, ওই কিশোরীর বাবা গত শনিবার থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছেন। তাতে তিনি উল্লেখ করেছেন, গত একবছর ধরে তাঁর ১২ বছরের কিশোরীর মেয়েকে ধর্ষণ করে আসছে স্থানীয় তিন ব্যক্তি। আর এই কাজে অভিযুক্তদের সাহায্য করত তার স্ত্রী। ওই তিনজন বাড়িতে এলেই তাঁর স্ত্রী কিছু একটা খাইয়ে দিত। যা খাওয়ার পর ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য হতেন তিনি। আর তারপরই কিশোরী মেয়েটিকে ধর্ষণ করত অভিযুক্তরা। বিষয়টি বুঝতে পেরে স্ত্রীকে নিষেধ করলেও কোনও কথা শুনতে চাইত না। বাধ্য হয়ে ওই তিন যুবক ও নিজের স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানাচ্ছেন তিনি। নির্যাতিতা কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে মায়ের বিরুদ্ধে একই অভিযোগ করে সে।

Advertisement

নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শান্তি ধনধুকিয়া(৪৬), বাবুভাই সারতানপারা(৪৩) ও চান্দ্রেশ সারতানপারা(৩২)-কে রবিবার গ্রেপ্তার করে পুলিশ। তবে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পালিয়ে গিয়েছে নির্যাতিতার মা। তদন্ত শুরু করার পাশাপাশি নিখোঁজ ওই মহিলার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

[আরও পড়ুন: ৩১ ডিসেম্বর বাতিল হচ্ছে স্টেট ব্যাংকের বহু এটিএম কার্ড, আপনারটা নয় তো?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement