সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনের মধ্যেই ধর্ষণের চেষ্টা। বাধা দেওয়ায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফফরপুর থেকে গুজরাটগামী সুরাট এক্সপ্রেস থেকে ছুঁড়ে ফেলা হল তরুণী এবং তাঁর আত্মীয়কে। ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার বিলোয়া থানা এলাকায়। গুরুতর আহত ৩২ বছরের তরুণী এবং তাঁর আত্মীয়কে (২৩) হাসপাতালে ভরতি করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। গোয়ালিয়র স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ১৯ জুন। অভিযুক্ত অজ্ঞাতনামা পাঁচ অভিযুক্ত। অভিযোগ, ট্রেন গোয়ালিয়র ছাড়তেই পাঁচ দুষ্কৃতী তরুণীর সঙ্গে অভব্য আচরণ শুরু করে। তারা তরুণীর ছবি তুলছিল। প্রতিবাদ করায় সঙ্গী আত্মীয়কে মারধরও করে। পরে তরুণী এবং তাঁর আত্মীয় খানিক দূরে সরে ট্রেনের দরজার কাছে গিয়ে দাঁড়ান। তরুণী পুলিশের কাছে অভিযোগ করেছেন, ওই সময় হঠাৎই তাঁকে টেনে এনে ধর্ষণের চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দিলে তাঁদের চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলা হয়।
সারা রাত গোয়ালিয়রের কাছে একটি গ্রামে রেললাইনের ধারে জ্ঞান হারিয়ে পড়েছিলেন দু’জনে। সকালে গ্রামবাসীরা তাঁদের দেখে পুলিশে খবর দেন। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতাল ভরতি করে। ঘটনার তদন্তে নেমে গোয়ালিয়র স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.