Advertisement
Advertisement
Air India

মূত্র কাণ্ডের পর এবার যাত্রীর খাবারে পাথরের টুকরো! ফের বিতর্কে Air India

বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাবের পর এবার নয়া বিতর্ক।

Woman finds stone in meal served on Air India flight। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 10, 2023 8:32 pm
  • Updated:January 10, 2023 8:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে। বিমানের বিজনেস ক্লাসে বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। এবার ফের বিতর্ক ঘনাল। এবার এক তরুণী যাত্রীর অভিযোগ, বিমানে পরিবেশন করা খাবারের মধ্যে পাওয়া গিয়েছে পাথরের টুকরো! তাঁর করা টুইট ঘিরে বিতর্ক ঘনিয়েছে।

সর্বপ্রিয়া সংওয়ান নামের এক তরুণী টুইটারে শেয়ার করেছেন খাবারের মধ্যে পাওয়া পাথরের টুকরোর ছবি। তিনি তাঁর পোস্টে জানিয়েছেন, সার্ভ করা খাবারের মধ্যে তিনি ওই টুকরোটি পেয়েছেন। ক্রু সদস্য মিসেস জ্যাডনকে বিষয়টি জানিয়েছেনও। তাঁর ক্ষোভ, ‘এই ধরনের অবহেলা কখনও গ্রহণীয় নয়।’

Advertisement

[আরও পড়ুন: টম হ্যাঙ্কসও পিছনে! বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় ৪ নম্বরে শাহরুখ!]

স্বাভাবিক ভাবেই বিতর্ক ঘনিয়েছে এমন দাবি ঘিরে। অনেক নেটিজেনই ক্ষোভ উগরে দিতে থাকেন। পরে অবশ্য তাঁর টুইটের জবাব দিয়েছে এয়ার ইন্ডিয়াও (Air India)। টাটার মালিকানাধীন সংস্থার তরফে জানানো হয়েছে, ‘আমরা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করেছি আমাদের কেটারিং টিমের সঙ্গে। দয়া করে আমাদের অনুমতি দিন এবিষয়ে পরে যোগাযোগ করার জন্য। বিষয়টি আমাদের নজরে আনার জন্য অনেক ধন্যবাদ।’

এদিকে গত শনিবার গ্রেপ্তার করা হয় মূত্র কাণ্ডের অভিযুক্ত শংকর মিশ্রকে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গালুরুতে একটি দল পাঠানো হয়। ঘটনার পর থেকেই নিজের মোবাইল ফোন অফ করে রেখেছিলেন শংকর মিশ্র। কিন্তু তাতেও রক্ষা হয়নি। বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখছিলেন তিনি। পাশাপাশি ক্রেডিট/ডেবিট কার্ডও ব্যবহার করেছিলেন। সেই সূত্র ধরেই তাঁর খোঁজ পায় পুলিশ। অবশেষে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর ১৪ দিনের জেল হেফাজত হয়েছে। যে মার্কিন (US)বহুজাতিক সংস্থায় চাকরি করতেন শংকর, তারা তাঁকে ইতিমধ্যেই চাকরি থেকে বরখাস্ত করেছে।

[আরও পড়ুন: ‘নাগরিকের জাতি পরিচয় জিজ্ঞাসা করা আইনত অপরাধ’, জনগণনা নিয়ে তোপ রূপান্তরকামী নেত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement