সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের বাথরুমে লুকানো মোবাইল। তাতে চালু ছিল ভিডিও রেকর্ডিং। যা চলেছে প্রায় দুই ঘণ্টা ধরে। ন্যাক্কারজনক ঘটনাটি বেঙ্গালুরুর একটি বিখ্যাত কফি শপের। দেশজুড়ে সেই সংস্থার আউটলেট রয়েছে। মোবাইল রাখার অভিযোগে ওই শপেই চাকরিরত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে।
সোশাল মিডিয়ায় একটি ভাইরাল পোস্টে এক ব্যবহারকারী ঘটনার বিবরণ দিয়ে লিখেছেন, ‘আমি সেই সময় ওই কপিশপে ছিলাম। সেই সময় এক মহিলা ওয়াশরুম থেকে বেরিয়ে চিৎকার করতে থাকেন। বলেন সেখানে মোবাইল রয়েছে। এবং সেটিতে রেকর্ডিং চালু রয়েছে। মোবাইলের ক্যামেরা সোজাসুজি টয়লেট সিটের দিকেই তাক করে রাখা ছিল বলে মহিলা চিৎকার করতে থাকেন।’ আরও জানা গিয়েছে ফোনটি ওয়াশরুমের ডাস্টবিনে একটি প্লাস্টিকের মধ্যে রাখা হয়েছিল। শুধুমাত্র ক্যামেরার দিকটায় অল্প ছিদ্র করা ছিল।
ঘটনাটি শেয়ার করা ওই ব্যক্তি আরও লিখেছেন, ‘এই ঘটনার স্বাক্ষী থাকাটা খুবই বিরক্তিকর ছিল। এর পর থেকে যে-কোনও ওয়াশরুম ব্যবহার করি না কেন সর্তক থাকব। আপনাদের সর্তক থাকতে বলছি। এটা জঘন্য ঘটনা’।
ঘটনার পর জানা যায় মোবাইলটি ওই কফিশপে কাজ করা এক যুবকের। খবর যায় পুলিশে। তারা ঘটনাস্থলে যায়। অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। ওই কফিশপের মালিক যুবককের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.