Advertisement
Advertisement

Breaking News

Mumbai

সহকর্মীদের ‘তামাশা’য় ৩ তলা থেকে পড়ে মৃত্যু মহিলার! ভিডিও দেখলে শিউরে উঠবেন

মহিলার দেহ উদ্ধার করে তদন্ত নেমেছে পুলিশ।

Woman Falls From 3rd Floor In Mumbai Building and Dies
Published by: Kishore Ghosh
  • Posted:July 17, 2024 4:16 pm
  • Updated:July 17, 2024 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সহকর্মীরা মজা করে ভয় দেখাতে চেয়েছিলেন, মুহূর্তের অসতর্কতায় তাতেই ঘটে গেল চরম কাণ্ড। মহারাষ্ট্রে (Maharashtra) তিন তলা উঁচু থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। মর্মান্তিক দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। খবর পেয়ে মহিলার দেহ উদ্ধার করে তদন্ত শুরু নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বই থেকে ৩০ কিলোমিটার দূরে ডোম্বিভালিতে ঘটেছে এই দুর্ঘটনা। মৃত মহিলার নাম নাগিনা দেবী মাঞ্জিরাম। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মহিলা অফিস ভবনের তিন তলার বারান্দায় কংক্রিটের রেলিংয়ের উপরে বসলেন। তখনই তাঁকে ফেলে দেওয়ার ভঙ্গি করেন এক পুরুষ সহকর্মী। তিনি শরীরের ভারসাম্য রাখতে পারেননি। টাল রাখতে পারেননি নাগিনাও। তিন তলা থেকে সটান একতলার মেঝেতে পড়ে যান। মাথায় আগাত লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সিসিটিভিতে দেখা গিয়েছে, ভয় দেখানো  ব্যক্তি নিজেও উলটে পড়ে যাচ্ছিলেন। তৃতীয় ব্যক্তি তাঁর পা চেপে ধরায় বেঁচে যান।

Advertisement

 

[আরও পড়ুন: কেজরির জামিন মামলা, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রসঙ্গ তুলে সরব আইনজীবী

এই ঘটনায় প্রাথমিকভাবে দুর্ঘটনার মামলা দায়ের করেছে পুলিশ। যদিও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নাগিনা দেবীর সঙ্গে মজা করা ওই সহকর্মীদেরও জিজ্ঞাসবাদও করবে পুলিশ। এদিকে নাগিনা দেবীর আকষ্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তাঁর বাড়িতে। মহিলার ছেলে, মেয়ে-সহ গোটা পরিবার শোকস্তব্ধ।

 

[আরও পড়ুন: ভোট বিপর্যয়ের জেরে মুষল পর্ব উত্তরপ্রদেশ বিজেপিতে! যোগীর সঙ্গে ‘দূরত্ব’ ডেপুটি কেশব মৌর্যর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement