Advertisement
Advertisement

Breaking News

SpiceJet

বিমানসেবিকার পায়ের ফাঁক দিয়ে অন্তর্বাসের ছবি তুললেন যাত্রী, ধরা পড়তেই যা হল…

এক ভ্লগার গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন।

Woman exposed passenger who took photos of SpiceJet air hostess | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 19, 2023 11:28 am
  • Updated:August 19, 2023 11:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বিমানযাত্রায় যাত্রীর অভব্য আচরণ উঠে এল সংবাদের শিরোনামে। এবার বিমানসেবিকার ছবি ও ভিডিও তুলে বিপাকে পড়লেন এক যাত্রী। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক।

এক ভ্লগার গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন। তিনিই জানান, দিল্লি থেকে মুম্বইগামী স্পাইসজেটের বিমানে এই আপত্তিকর ঘটনাটি ঘটেছে। আকাশপথে এক বয়স্ক ব্যক্তিকে প্রয়োজনীয় পরিষেবা দিতে এগিয়ে আসেন বিমানসেবিকা। সেই সময়ই তাঁর স্কার্টের নিচ দিকে ক্যামেরা তাক করে ভিডিও করতে শুরু করেন ওই ব্যক্তি। বিষয়টি প্রথমে টেরও পাননি ওই বিমানসেবিকা। ওই ভ্লগারই তাঁকে জানান তাঁর যে আপত্তিকর ভিডিও নিচ্ছেন ওই যাত্রী। বিমানসেবিকা জানান, তাঁর সন্দেহ হচ্ছিল যে ওই বয়স্ক ব্যক্তি তাঁর পায়ের ফাঁক দিয়ে ছবি তোলার চেষ্টা করছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘ওয়ানডে থেকে সরে দাঁড়াক কোহলি’, বিশ্বকাপের আগে শোয়েবের মন্তব্যের মোক্ষম জবাব দিলেন সৌরভ]

সন্দেহ দূর করতে এরপরই ব্যক্তির মোবাইল সার্চ করা হয়। সেখানেই বিমানসেবিকার পায়ের এবং অন্তর্বাসের ছবি ও ভিডিও খুঁজে পাওয়া যায়। অপরাধ ধরা পড়তেই ছবিগুলি ফোন থেকে ডিলিট করে দেন তিনি। সেই সঙ্গে নিজের কৃতকর্মের জন্য লিখিত ভাবে ক্ষমাও চান ওই যাত্রী। ভিডিও প্রকাশ্যে এনে ওই অভিযুক্তর পরিচয় ফাঁস করে দিয়েছেন মহিলা ভ্লগার। গোটা ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।

তবে এই প্রথম নয়, এর আগেও বিমানে নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কখনও সিটে প্রস্রাব করে দেওয়া, কখনও আবার মদ্যপ অবস্থায় সহযাত্রীকে উত্যক্ত করার অভিযোগ উঠেছে যাত্রীদের বিরুদ্ধে। এবার অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতে হল বিমানসেবিকাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement