Advertisement
Advertisement
mother-in-law

লাগাতার ঝামেলা থেকে ‘মুক্তি’ই লক্ষ্য, স্বামীর পোশাকে পুরুষ সেজে শাশুড়িকে খুন গৃহবধূর!

শক্ত পাইপ দিয়ে ৫৮ বছরের প্রৌঢ়াকে হামলা করেন অভিযুক্ত মহালক্ষ্মী।

Woman disguised as man to kill mother-in-law in Tirunelveli | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:June 1, 2023 12:20 pm
  • Updated:June 1, 2023 3:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা বিষয় নিয়ে মাঝেমধ্যেই শাশুড়ির সঙ্গে ঝড়গা-ঝামেলায় বিরক্ত হয়ে পড়েছিলেন গৃহবধূ। ‘মুক্তি’ পেতে পুরুষ সেজে শাশুড়িকে খুন করলেন তিনি। ইতিমধ্যেই ২৮ বছরের গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনা তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুনেলভেলির। পুলিশের তরফে জানানো হয়েছে, গত সোমবার শক্ত পাইপ দিয়ে ৫৮ বছরের শীতলালক্ষ্মীকে হামলা করেন অভিযুক্ত মহালক্ষ্মী। সেই সময় নিজের পরিচয় গোপন রাখতে স্বামীর পোশাক এবং মাথায় হেলমেট পরেছিলেন মহালক্ষ্মী। এমনকী খুনের পর জিজ্ঞাসাবাদের সময় মিথ্যে বয়ান দিয়ে পুলিশের তদন্তকে বিভ্রান্ত করারও চেষ্টা করেন তিনি। প্রথমে তিনি পুলিশকে জানিয়েছিলেন, তাঁর শাশুড়ি শীতলালক্ষ্মীর থেকে সোনার হার ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই নাকি এক ব্যক্তি তাঁর উপর হামলা করেছিলেন। যদিও শেষমেশ পুলিশের চোখে ধুলো দিতে ব্যর্থ হন অভিযুক্ত গৃহবধূ।

Advertisement

[আরও পড়ুন: ‘মন কি বাত, ভারত কি বাত’, প্রধানমন্ত্রী মোদির ‘মনের কথা’ নিয়ে তথ্যচিত্র হিস্ট্রি টিভির]

পুলিশ জানায়, গত সোমবার ভোর ৫টা নাগাদ গোয়াল থেকে ফিরে শীতলালক্ষ্মীর স্বামী দেখেন, মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাঁর স্ত্রী। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন তিনি। তাঁর চিৎকারে ছুটে আসেন মহালক্ষ্মী। ঘটনাস্থলে পৌঁছে যান প্রতিবেশীরাও। তাঁদের সামনেই মহালক্ষ্মী দাবি করেন, শাশুড়ির হার ছিনতাই করতেই কোনও এক ব্যক্তি এই হামলা চালায়। আহত শীতলালক্ষ্মীকে হাসপাতালে ভরতি করা হলে সেখানেই প্রাণ হারান তিনি। প্রতিবেশীদের দাবি, বিয়ের পর থেকেই বউমা ও শাশুড়ির মধ্যে নিয়মিত ঝামেলা লেগে থাকত। সম্পত্তি নিয়ে চলত বচসা। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত মহালক্ষ্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর ঠিকানা আপাতত কোকিরাকুলামের হেফাজত।

[আরও পড়ুন: তৈরি বিশেষ পটচিত্র, অভিষেকের হাতে তুলে দিয়ে স্বাগত জানাতে প্রস্তুত চণ্ডীপুর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement