Advertisement
Advertisement

ব্যাঙ্ক বন্ধ, টাকার শোকে প্রাণ গেল বৃদ্ধার

ষাটোর্ধ্ব মহিলা জানতেন না, ব্যাঙ্ক একদিনের জন্য বন্ধ৷

Woman dies of heart attack when she went to exchange notes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 9, 2016 2:46 pm
  • Updated:November 9, 2016 2:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ পক্ষে, কেউ বিপক্ষে৷ মার্কিন মুলুকের মসনদে বসে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ কিন্তু ভারতবাসীর তা নিয়ে মাথাব্যাথা বেশ কম৷ দেশের এখন চিন্তা ৫০০ ও ১০০০ টাকার নোট নিয়ে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের ঘোষণার পর থেকেই উত্তাল কাশ্মীর থেকে কন্যাকুমারী৷

ভুল তথ্যের অভাবে সবচেয়ে বেশি ভুগছে সাধারণ মানুষ৷ এদেরই একজন উত্তরপ্রদেশের কুশিনগর জেলার কপ্তানগঞ্জ এলাকার তীর্থরাজ দেবী৷ ষাটোর্ধ্ব মহিলা ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা শুনেছিলেন৷ ব্যাঙ্কে গিয়ে তা জমা দেওয়ার কথাও জানতেন৷ কিন্তু জানতেন না ৯ নভেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ এই কারণেই নিজের গচ্ছিত সম্পত্তি ব্যাঙ্কে জমা দেবেন বলে বুধবার সকাল পর্যন্ত অপেক্ষা করছিলেন তীর্থরাজ দেবী৷ কিন্তু সকালে গিয়ে তিনি দেখতে পান ব্যাঙ্ক বন্ধ হয়ে গিয়েছে৷ এরপর বুকে ব্যাথার অভিযোগ জানান৷ প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়৷

Advertisement

হৃদরোগেই তীর্থরাজ দেবীর মৃত্যু হয়েছে বলে অনুমান স্থানীয় পুলিশের৷ উত্তরপ্রদেশের এই মহিলার মতো অনেকেই নোট বাতিলের নিয়ম সম্পর্কে অনেক তথ্য জানেন না৷ এর ফলে তাড়াহুড়ো করে টাকা তুলতে বা জমা দিতে গিয়ে বিপাকে পড়ছেন সকলে৷

(বাড়িতে রাখা ৫০০ বা ১০০০ টাকার নোট নিয়ে কী করবেন?)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement