Advertisement
Advertisement
শুটিং, shooting

শুটিংয়ে স্টান্টের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃত্যু মা-মেয়ের

ঘটনাস্থলে গিয়ে ছবির প্রযোজক-পরিচালক কাউকেই খুঁজে পায়নি পুলিশ৷

Woman, daughter killed in blast during film shooting
Published by: Sayani Sen
  • Posted:March 30, 2019 1:41 pm
  • Updated:March 30, 2019 1:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির কাছে কোনও ছবির শুটিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ কানাঘুষো শোনা যাচ্ছে, বেশ কয়েকজন তাবড় তাবড় সেলেবরাও নাকি এসেছেন৷ একথা শুনে নিজেকে ঠিক রাখতে পারেন না অনেকেই৷ ক্যামেরার নেপথ্য কাহিনি জানতে ভিড় জমান নির্দিষ্ট জায়গায়৷ কিন্তু সেই ইচ্ছাপূরণের খেসারত হিসাবে যে প্রাণ দিতে হবে, তা ভুলেও ভাবতে পারেননি কেউ৷ মর্মান্তিক ঘটনায় রীতিমতো বাকরুদ্ধ কেম্পেগৌড়া বিমানবন্দর লাগোয়া এলাকার বাসিন্দারা৷

[ আরও পড়ুন: শতাব্দী এক্সপ্রেসে চায়ের কাপে ‘ম্যায় ভি চৌকিদার’, বিতর্কে বিজেপি]

চিরু সরজা এবং চেতন অভিনীত কন্নড় ছবি ‘রণম’-এর শুটিং চলছিল বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে৷ একটি গাড়ির স্টান্টের দৃশ্য শুটিং হওয়ার কথা ছিল৷ সেই অনুযায়ী শুক্রবার সকালে সাজিয়ে ফেলা হয় লোকেশন৷ ভিড় জমান অগণিত মানুষ৷ সেই ভিড়েই ছিলেন সুমন বানু৷ যাঁর বয়স ২৮ বছর৷ সঙ্গে ছিলেন তাঁর মাত্র বছর পাঁচেকের ছোট্ট মেয়ে আয়েশা৷ সকলেই চুপ করে দেখছিলেন শুটিংয়ে কী হতে চলেছে৷ রোল, ক্যামেরা, অ্যাকশন বলে শট শুরু হওয়া মাত্রই ঘটল অঘটন৷ আচমকাই প্রচণ্ড বিস্ফোরণ৷ কাছেই থাকা একটি সিলিন্ডার বিস্ফোরণের তীব্রতায় প্রায় কেঁপে ওঠে চতুর্দিক৷ বিস্ফোরণের তীব্রতায় প্রায় তছনছ হয়ে যায় সাজানো লোকেশন৷ গুরুতর জখম হন সেখানে উপস্থিত এক মহিলা এবং তাঁর ফুটফুটে সন্তান৷ স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি কাছের এক হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু কোনও লাভই হয়নি৷ চিকিৎসকেরা জানান, জখম হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা গিয়েছেন সুমন এবং তাঁর মেয়ে৷ এই ঘটনায় আরেকজন মহিলা গুরুতর জখম হয়েছেন৷ তাঁর নাম, পরিচয় এখনও জানা যায়নি৷

Advertisement

[ আরও পড়ুন: পুলিশকে রাতভর মদ খাইয়ে চম্পট যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্যাংস্টার]

এদিকে, খবর পাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ তবে ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে চম্পট দিয়েছে টিম ‘রণম’৷ পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রী কিংবা অন্যান্য কাউকেই সেখানে দেখতে পাননি তদন্তকারীরা৷ প্রত্যক্ষদর্শীদের থেকে বয়ান সংগ্রহ করেন আধিকারিকরা৷ ডিসিপি নর্থ ইস্ট কালা কৃষ্ণস্বামী বলেন, ‘‘প্রশাসনিক অনুমতি ছাড়াই শুটিং চলছিল৷ এই ঘটনায় আমরা একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত চালাচ্ছি৷’’

[ আরও পড়ুন: যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৮]

বছর দু’য়েক আগে ‘মস্তিগুড়ি’ ছবির শুটিংয়ের সময় স্টান্ট দেখাতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু হয় দুজনের৷ সেই ঘটনার স্মৃতি উসকে দিয়েছে বেঙ্গালুরুর এই ঘটনা৷ ছবি নির্মাতাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের প্রতিবেশী-পরিজনেরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement