Advertisement
Advertisement

Breaking News

উত্ত্যক্ত করার জন্য সবক শেখাতে যুবকের পুরুষাঙ্গ কাটল মহিলা

এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

Woman cuts off man's gentials
Published by: Sayani Sen
  • Posted:December 27, 2018 5:21 pm
  • Updated:December 27, 2018 5:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিন এক যুবক উত্ত্যক্ত করত তাকে৷ ওই যুবকের জেরেই ফাটল ধরেছিল তার দাম্পত্য সম্পর্কেও৷ সন্দেহ করতে শুরু করেছিলেন স্বামী৷ তাই বাধ্য হয়ে অবশেষে উত্ত্যক্তকারী যুবকের পুরুষাঙ্গে ধারালো অস্ত্রের কোপ মহিলার৷ হামলার জেরে আপাতত শ্রীঘরে ঠাঁই হয়েছে অভিযুক্তের৷

[মৃত্যুফাঁদে আটকে ১৫ শ্রমিক, রাজনৈতিক তরজায় মগ্ন মোদি-রাহুল]

অভিযুক্ত ওই মহিলা বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে মহারাষ্ট্রের থানেতেই থাকতেন৷ ইদানীং তাঁর দাম্পত্য জীবন মোটেই ভাল কাটছিল না৷ এই ঘটনার জন্য যদিও বছর সাতাশের এক যুবককে দায়ী করে ওই মহিলা৷ তার অভিযোগ, কয়েকদিন আগে ওই যুবক তাকে প্রেম প্রস্তাব দেয়৷ প্রথমে তাতে আমল দেননি মহিলা৷ কিন্তু তাতেও হাল ছাড়ার পাত্র ছিল না যুবক৷ প্রায়শই উত্ত্যক্ত করত মহিলাকে৷ দিনকয়েক আগে স্বামীকে ওই যুবকের কথা জানায় মহিলা৷ ভেবেছিল সমস্যা সমাধান হবে৷ কিন্তু না, পরিবর্তে মহিলার স্বামীও তাকে সন্দেহ করতে শুরু করে৷ একদিকে যুবকের চাপ আবার অন্যদিকে স্বামীর সন্দেহ দুয়ে মিলে কার্যত দুর্বিষহ হয়ে ওঠে মহিলার পারিবারিক জীবন৷ পুলিশের কাছে যাওয়ার সাহস পায়নি সে৷ বরং নিজের সমস্যার কথা তেজস মাত্রে এবং প্রবীণ কেনিয়া নামে এলাকারই দুই যুবককে জানায়৷

Advertisement

[এবার সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছাবে টাকা! মোদি-জেটলি বৈঠকে জোর জল্পনা]

ক্রমাগত উত্ত্যক্তকারী যুবককে সবক শেখানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় ওই মহিলা৷ পরিকল্পনামাফিক ওই মহিলা মঙ্গলবার রাতে এলাকার একটি নির্জন জায়গায় ডেকে পাঠায় তাকে৷ সেখানেই ওই মহিলার সঙ্গে উপস্থিত ছিল তেজস এবং প্রবীণও৷ প্রথমে ওই যুবককে বেধড়ক মারধর করা হয়৷ এখানেই থেমে থাকেনি ওই মহিলা৷ ওই যুবকের পুরুষাঙ্গেও কোপ বসায় সে৷ তেজস এবং প্রবীণের সাহায্যেই গোটা কাজটি করে তারা৷ এরপর ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় তিনজনেই৷

[সাংবাদিককে প্রকাশ্যে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি, বিতর্কে অসমের নেতা]

রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করেন স্থানীয়রা৷ তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এক হাসপাতালে৷ সেখানেই অস্ত্রোপচার হয় তাঁর৷ যুবকটি আপাতত সুস্থই রয়েছে৷ জখম যুবকের অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত মহিলা এবং দুই যুবককে গ্রেপ্তার করেছে৷ আদালতের নির্দেশে আপাতত চারদিনের পুলিশ হেফাজতেই রয়েছে প্রত্যেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement