Advertisement
Advertisement

Breaking News

তিন তালাক

বিল পাশের পরেও তিন তালাক, আত্মহত্যার চেষ্টা অভিমানী গৃহবধূর

স্ত্রীকে তালাক দিয়ে এলাকা ছেড়েছে মহিলার স্বামী৷

Woman commit suicide after her husband divorced her by triple talaq
Published by: Sayani Sen
  • Posted:July 31, 2019 4:12 pm
  • Updated:July 31, 2019 4:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভায় তিন তালাক বিল পাশ হয়েছে সদ্যই৷ বর্তমানে তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ৷ তবে তাতে মাথাব্যথা নেই আহমেদাবাদের বাসিন্দা এক ব্যক্তির৷ পরিবর্তে ঝগড়াঝাঁটির মাঝে স্ত্রীকে তিন তালাক দিল সে৷ তার জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ওই মহিলা৷ আপাতত অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন তিনি৷ ঘটনার পর থেকে পলাতক তালাক দেওয়া ওই ব্যক্তি৷ মহিলার অভিযোগের ভিত্তিতে তার খোঁজ শুরু করেছে পুলিশ৷

[আরও পড়ুন: ২ লক্ষেরও বেশি নতুন কর্মী নিয়োগ হবে, ছাঁটাইয়ের জল্পনা উড়িয়ে দাবি রেলের]

আহমেদাবাদের বাসিন্দা ওই মহিলার বিয়ে হয়েছিল প্রায় বছরপাঁচেক আগে৷ প্রথম প্রথম বেশ সুখেরই ছিল সংসার৷ কিন্তু দুই সন্তান জন্ম নেওয়ার পর থেকে দাম্পত্য সম্পর্ক শীতল হতে থাকে৷ প্রায়শই স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাঁটিও লেগেই থাকত৷ মঙ্গলবার রাত থেকে একাধিক ইস্যুতে ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর অশান্তি চলছিল৷ বুধবার সকালেও কথা কাটাকাটি চলতেই থাকে৷ আচমকাই রাগের বশে স্বামী ওই মহিলাকে তিন তালাক দিয়ে বসেন৷ এই কথা শোনার পর বিচ্ছেদের কথা ভেবে মুষড়ে পড়েন৷ স্বামীর টাকাতেই সংসার চলে তাঁর৷ বিচ্ছেদের পর সন্তানদের নিয়ে কোথায় যাবেন, তা নিয়ে দুশ্চিন্তা করতে থাকেন তিনি৷ সমস্যা সমাধানের রাস্তা না পেয়ে বাধ্য হয়ে আত্মহত্যার চেষ্টা করেন সদ্য তালাকপ্রাপ্ত গৃহবধূ৷ বেশ কিছুক্ষণ মায়ের সাড়াশব্দ না পেয়ে কান্নাকাটি করতে শুরু করে৷ কান্নার শব্দে প্রতিবেশীরা জড়ো হয়ে যান৷ তড়িঘড়ি ওই গৃহবধূকে উদ্ধার করা হয়৷ অচেতন অবস্থায় তাঁকে ভরতি করা হয় হাসপাতালে৷ চিকিৎসকরা জানান, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই মহিলা৷

Advertisement

[আরও পড়ুন: ‘কেন সময়ে পৌঁছায়নি উন্নাওয়ের ধর্ষিতার চিঠি’, প্রশ্ন ক্ষুব্ধ প্রধান বিচারপতির]

মঙ্গলবারই রাজ্যসভায় পাশ হয়েছে বহু প্রতীক্ষিত তিন তালাক বিল৷ তার জেরে তালাক দিলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জেলও হতে পারে অভিযুক্তের৷ তা সত্ত্বেও আহমেদাবাদের মহিলার স্বামীর তিন তালাক দেওয়ার ঘটনায় হতবাক সকলেই৷ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে ঘটনার পর থেকেই এলাকাছাড়া ওই ব্যক্তি৷ তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement