এখনও পর্যন্ত মৃত মহিলার পরিচয় জানা যায়নি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গানার (Telengana) সড়ক দুর্ঘটনায় ভয়াবহ মৃত্যু হল এক মহিলার। বাস উলটে যেতেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। তাতেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ওই মহিলার। পুলিশ এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানতে পারেনি।
শনিবার ভোর ৩টে নাগাদ ওই দুর্ঘটনা ঘটেছে জগন আমাজন ট্রাভেল এজেন্সির একটি বাসে। হায়দরাবাদ থেকে চিত্তোরের উদ্দেশে রওনা হয়েছিল ওই যাত্রীবাহী বাসটি। জোগুলাম্বা গাদওয়াল জেলার পথে কোনওভাবে উলটে যায় বাসটি। বাসচালক ঘুমিয়ে পড়াতেই বিপদ ঘটেছে বলে মনে করা হচ্ছে। বাস উলটে যেতেই আগুন ধরে যায়। তাতেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় মহিলার। আরও এক যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে তাঁর আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, বাস উলটে যেতেই প্রাণ বাঁচাতে অধিকাংশ যাত্রীর বাইরে বেরিয়ে এসেছিলেন। কিন্তু ওই মহিলা নামতে পারেননি। এর মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় বাসটি। এখনও পর্যন্ত মৃত মহিলার পরিচয় জানা যায়নি। একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তথ্য বলছে, তেলেঙ্গানায় সড়ক দুর্ঘটনা গত কয়েক বছরে বিপজ্জনক হারে বেড়েছে। ২০১৮ সালে দুর্ঘটনা ঘটেছিল ২২,২৩০টি, ২০২২ সালে দুর্ঘটনার সংখ্যা ২১, ২৩০টি। ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় তেলেঙ্গানায় মৃতের সংখ্যা ৩০১০। গোটা বিষয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.