প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে মহিলা অটোচালককে গণধর্ষণের অভিযোগ। নিজেদের সেনা জওয়ান পরিচয় দেওয়া দু’জন মাথায় বন্দুক ঠেকিয়ে ওই ৩৬ বছর বয়সি ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা ওই মহিলা অটোচালকের মেয়েকে মিলিটারি স্কুলে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করে।
মহিলা অটোচালক থানায় অভিযোগ দায়ের করার পর এই ঘটনা সামনে আসে। অভিযোগ দায়েরের পর অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় একটি স্পেশাল দল গঠন করা হয়েছে। অভিযোগকারিণী জানিয়েছেন, দু’জন তাঁর অটোতে ওঠে। এবং আলাপচারিতায় নিজেদের সেনাকর্মী বলে পরিচয় দেয়। এরপর তারা ওই মহিলা অটোচালকের মেয়েকে মিলিটারি স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দেয়। সেই সূত্রেই তারা ওই মহিলাকে একটি হোটেলে ডেকে পাঠায়।
মহিলা অটোচালকের দাবি, “গত বৃহস্পতিবার আমাকে একটি হোটেলে ডাকা হয়। যেখানে মাথায় বন্দুক ঠেকিয়ে ওই দু’জন আমাকে ধর্ষণ করে। পাশাপাশি এই ঘটনা কাউকে বললে আমার মেয়ের ক্ষতি করবে বলে হুমকিও দেয়।” মহিলার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৭০(১) নম্বর ধারায় গণধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার হেমন্ত কুমারের বক্তব্য, “মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে।”
পুলিশের তরফে জানানো হয়েছে, সূত্র মারফৎ তারা জানতে পেরেছে অভিযুক্তরা বুলন্দশহরের বাসিন্দা। পুলিশের একটি দল ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। পাশাপাশি হোটেলের সিসিটিভি ফুটেজ-সহ বিভিন্ন তথ্য প্রমাণ জোগাড় করা শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনা মহিলাদের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্নের মুখে ফেলে দিল যোগী প্রশাসনকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.