Advertisement
Advertisement

Breaking News

সিবিএসসির প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার আরও ১, তদন্তের জাল গোটাল পুলিশ

সিদ্ধান্ত নিল দিল্লি পুলিশ৷

Woman arrested over CBSE class 10 paper leak, police say case solved
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 12, 2018 6:34 pm
  • Updated:April 12, 2018 6:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিএসসি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্ত পুরোপুরি গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল দিল্লি পুলিশ৷ আজ, বৃহস্পতিবার প্রশ্ন ফাঁস কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করার পর পুলিশের তরফে মামলা গুটিয়ে নেওয়ার ঘোষণা করেন দিল্লির ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ রাম গোপাল নায়েক৷

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রশ্ন ফাঁসের তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে৷ শুরু হয় জেরা৷ ধৃতদের দফায় দফায় জেরা করে তদন্তের গতি বাড়াতে শুরু করে পুলিশ৷ পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে সিবিআই৷ পুলিশ ও সিবিআইয়ের যৌথ অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃতদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া৷ এই ঘটনায় দুই শিক্ষককেও গ্রেপ্তার করে পুলিশ৷

Advertisement

[  আসিফার ধর্ষক ও খুনিদের শাস্তির দাবিতে সরব গোটা দেশ, পাশে কেন্দ্রও ]

প্রশ্ন ফাঁসের তদন্তে নেমে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের শীর্ষ পুলিশ আধিকারিক রাম গোপাল নায়েক বলেন, ‘‘আমরা হোয়াটঅ্যাপে ফাঁস হওয়া প্রশ্নপত্রের নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছিলাম৷ আমরা তদন্ত করে দেখছি কে বা কারা এই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস করার পেছনে রয়েছে৷ হোয়াটস অ্যাপ মেসেজ যেহেতু এনক্রিপটেড তাই তদন্ত করতে গিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল৷ তাও মিটিয়ে ফেলা হয়েছে৷ ধৃতদের জেরা করে আমরা এই মামলা গুটিয়ে আনতে পেরেছি৷’’

সিবিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে রাজধানী৷ প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস৷ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান অভিভাবক ও পড়ুয়াদের একাংশ৷ মন্ত্রীর বাড়ির সামনে জারি করতে হয় ১৪৪ ধারা৷ সিবিএসসি দপ্তরের সামনেও বিক্ষোভ দেখানো হয়৷ প্রশ্নফাঁসের তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করে কেন্দ্র৷ প্রায় এক ডজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা৷ পরে আরও ২৫ জনকে আটক করে জেরা করে মেলে সমাধান৷

 কাবেরী জলবন্টনের সমস্যা মেটান, ভিডিও বার্তায় মোদির কাছে আরজি কমলের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement