সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএস (ISIS) জঙ্গি সন্দেহে ধৃত কাশ্মীরি মহিলা হিনা বশির বেগ করোনা পজিটিভ। এনআইএ (NIA) হেফাজতেই তার রিপোর্ট পজিটিভ এসেছে। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এনআইএ আধিকারিকদের মধ্যে। বেশ কয়েকজন গোয়েন্দা কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন বলে জানা গিয়েছে। আপাতত হিনাকে দিল্লির একটি হাসপাতালে ভরতি করা হয়েছে।
শ্রীনগরের বাসিন্দা হিনা ও তার স্বামী জাহানজেব শামিকে গত মার্চে দিল্লির জামিয়া নগর এলাকা থেকে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল গ্রেপ্তার করে। সিএএ (CAA) বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল তারা। তারপরই জানা যায়, ভারতের আইএসআইএসের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত তারা। দুজনকে জেরা করার জন্য নিজেদের হেফাজতে নেয় এনআইএ। হিনা এবং তার স্বামী ছাড়াও আইএস জঙ্গি সন্দেহে ধৃত মহম্মদ আবদুল্লা বাসিত জাতীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছে। গোয়েন্দারা রবিবার পাতিয়ালা হাউস কোর্টের বিচারককে জানিয়েছেন, হিনা করোনা পজিটিভ। এরপরই হিনার আইনজীবীর আবেদনে তাকে হাসপাতালে ভরতি করার নির্দেশ দেয় আদালত।
আপাতত দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভরতি হিনা। তবে তার স্বামী এবং আরেক ধৃত বাসিতের কোনও উপসর্গ নেই। গোয়েন্দারা আদালতকে জানিয়েছেন, কীভাবে সংক্রমণ ছড়াল হিনার শরীরে তা জানা যায়নি। যাঁরা তদন্ত করছিলেন তাঁদের প্রত্যেককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সেই দলে একজন সুপারিনটেন্ডেন্ট-সহ আটজন গোয়েন্দা রয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.