Advertisement
Advertisement
Dating App

মোহিনী মায়ায় বেকুব যুবক! ডেটিংয়ের খেসারত লক্ষ টাকা, গয়না, মোবাইল

যুবতীকে আটক করা হয়েছে।

Woman allegedly looted Delhi man in name of dating | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 14, 2023 12:04 pm
  • Updated:October 14, 2023 12:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের ফাঁদে সর্বস্ব খোয়ালেন যুবক। ডেটিং অ্য়াপে পরিচয়। আর সেই পরিচয়ই কাল হল দিল্লির যুবকের। যুবতীর সঙ্গে ডেটিংয়ে গিয়ে সর্বস্ব খোয়ালেন তিনি। মদের সঙ্গে মাদক মিশিয়ে যুবককে অচেতন করে তাঁর টাকা, গয়না, ফোন-সহ ক্রেডিট ও ডেবিট কার্ড হাতিয়ে চম্পট দিলেন যুবতী। শেষমেশ পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন যুবক। যার ভিত্তিকে যুবতীকে আটক করা হয়েছে।

দিল্লিনিবাসী যুবকের নাম রোহিত গুপ্তা। অনলাইন ডেটিং অ্যাপ মারফত তাঁর পরিচয় হয়েছিল সাক্ষী ওরফে পায়েলের সঙ্গে। অনলাইনেই দুজনের কথা হল। সাক্ষী ওরফে পায়েল জানিয়েছিলেন, তাঁর আদি বাড়ি দিল্লিতে। তবে আত্মীয়ার সঙ্গে গুরুগ্রামে থাকেন তিনি। রোহিতের সঙ্গে দেখা করারর আগ্রহ প্রকাশ করেছিলেন পায়েল।

Advertisement

[আরও পড়ুন: ইজরায়েল-হামাস যুদ্ধে ট্রাপিজের খেলায় ভারত! সৌদি বিদেশমন্ত্রীকে ফোন জয়শংকরের]

এ প্রসঙ্গে রোহিত জানান, গত ১ অক্টোবর ফোন করে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন সাক্ষী। রাত ১০টা নাগাদ সেক্টর ৪৭-এর একটি বার থেকে রোহিতের গাড়িতে ওঠেন তিনি। তার পর কাছের একটি দোকান থেকে মদ কেনেন তাঁরা। সেখান থেকে সোজা রোহিতের বাড়িতে চলে আসেন তাঁরা। দুজনে মিলে মদ্যপান শুরু করেন। মাঝে বরফ আনতে রোহিতকে রান্নাঘরে পাঠিয়েছিলেন সাক্ষী। এর মাঝেই রোহিতের মদের গ্লাসে মাদক মিশিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

রোহিক পুলিশকে জানিয়েছেন, এর পর আর কিছু মনে নেই তাঁর। মাদকের ঘোর এতটাই মারাত্মক ছিল যে একেবারে ঘুম ভাঙে ৩ অক্টোবর ভোরে। তার পরই তাঁর মাথায় হাত। গলার সোনার হার, টাকার ব্যাগ, নগদ ১০ হাজার টাকা, আইফোন নিয়ে চম্পট দিয়েছিলেন সাক্ষী। খোয়া যায় ক্রেডিট ও ডেবিট কার্ডও। সেই কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৭৮ হাজার টাকাও হাতিয়ে নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে সাক্ষী ওরফে পায়েলকে আটক করেছে পুলিশ।

[আরও পড়ুন: ‘মিনি স্কার্টে উত্তেজক ভঙ্গির নাচ অশ্লীল নয়’, বলছে বম্বে হাই কোর্ট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement