Advertisement
Advertisement

Breaking News

Karnataka

শুধু ভিনধর্মী যুগলকে মারধরই নয়, মুসলিম মহিলাকে ধর্ষণ! কর্নাটকে তীব্র চাঞ্চল্য

হোটেলের ঘরে ঢুকে ভিনধর্মী যুগলকে মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

Woman allegedly harassed after beaten in Karnataka hotel room | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:January 12, 2024 1:24 pm
  • Updated:January 12, 2024 1:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোটেলের ঘরে ঢুকে ভিনধর্মের যুবককে মারধর করার পর জঙ্গলে গিয়ে ধর্ষণ করা হয়েছে মুসলিম তরুণীকে। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কর্নাটকের (Karnataka) একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। বৃহস্পতিবারই যুগলকে মারধর করার ভিডিও ছড়িয়েছিল নেটদুনিয়ায়। তার পরের দিনই প্রকাশ্যে এল ধর্ষণের অভিযোগ। আপাতত এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

কর্নাটকের ঘটনাটি সম্ভবত ৭ জানুয়ারির। হোটেলের ঘরে ঢুকে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা, এমনটাই অনুমান। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে বাইরে থেকে হোটেলের ঘরের নম্বর রেকর্ড করা হল। তার পরে ঘরের মধ্যে ঢোকে জনাছয়েক দুষ্কৃতী। ঘরে থাকা মুসলিম মহিলাকে মারধর করা হয়। তিনি হিজাবে মুখ ঢাকলেও জোর করে তাঁর মুখ তুলে ধরা হয় ক্যামেরার সামনে। এই ভিডিওটি বৃহস্পতিবার থেকে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।

Advertisement

[আরও পড়ুন: নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়ায় কেন বাদ প্রধান বিচারপতি? কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের]

তার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন মুসলিম মহিলা। যদিও পুলিশের কাছে সরকারিভাবে অভিযোগ জানাননি তিনি। একটি ভিডিওতে তিনি বলেন, “ঘরের মধ্যে ঢুকে মারধর করার পরে আমাকে গাড়িতে করে জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্ষণ করে তার পর বাসস্ট্যান্ডে ছেড়ে দিয়ে চলে যায়। ওদের সকলের শাস্তি চাই।”

পুলিশ সূত্রে খবর, ওই মুসলিম মহিলা আসলে বিবাহিত। এক হিন্দু ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তাঁর সঙ্গেই হোটেলে গিয়েছিলেন তিনি। আপাতত তাঁর অভিযোগের ভিত্তিতে তিনজন অভিযুক্তকে আটক করা হয়েছে। তবে তাদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি। বাকি অভিযুক্তদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

[আরও পড়ুন: ছেলেকে খুনের আগেই স্বামীকে মেসেজ, কেন দেখা করতে চেয়েছিলেন সূচনা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement