Advertisement
Advertisement

Breaking News

মন্দিরের ভিতরে মহিলাকে ধর্ষণ, কাঠগড়ায় প্রধান পুরোহিত

রাজস্থানে ধর্ষণ করে খুনে সাত বছরের শিশুকে৷

Woman allegdly raped inside a temple near Delhi
Published by: Sayani Sen
  • Posted:July 29, 2018 1:54 pm
  • Updated:July 29, 2018 1:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ধর্ষণ’ একটা সামাজিক ব্যাধি। সেই ব্যাধি যেন দিনে দিনে আরও জাঁকিয়ে বসছে সারা শরীরে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষিতা হচ্ছেন একের পর এক শিশু থেকে মহিলা। রাজধানীতে আবারও ধর্ষণের শিকার এক মহিলা৷ মন্দিরের ভিতরেই ধর্ষণ করা হয় ওই মহিলাকে৷ এবার অভিযোগের তির মন্দিরের প্রধান পুরোহিতের দিকে৷ যদিও ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত৷ ধৃতের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

[এবার গণধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা ছাগল, পলাতক ৮ অভিযুক্ত]

নির্যাতিতা ওই মহিলা দিল্লির গ্রেটার নয়ডার ধুম মানিকপুরের বাসিন্দা৷ তাঁর অভিযোগ, গত ৯ জুলাই এক আত্মীয়ের সঙ্গে মন্দিরে পুজো দিতে যান তিনি৷ প্রধান পুরোহিত স্বামী কানহাইয়া নন্দ  ওই মন্দিরেরই একটি ঘরে ডেকে নিয়ে যায় তাঁকে৷ সেখানেই ধর্ষণ করা হয় ওই মহিলাকে৷ প্রথমে ভয় পান নির্যাতিতা৷ অবশেষে শনিবার বদলাপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ গ্রেটার নয়ডার ডেপুটি পুলিশ সুপার অবনীশ কুমার বলেন, ‘‘স্বামী কানাহাইয়া নন্দ নামে ওই প্রধান পুরোহিতের বিরুদ্ধে এফআইআর করেছেন নির্যাতিতা৷ আপাতত ফেরার অভিযুক্ত৷ মন্দিরের প্রধান পুরোহিতের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷’’

Advertisement

[আধার নম্বর নিয়ে তথ্য ফাঁস করে দেখান, চ্যালেঞ্জ ছুড়ে বিপাকে ট্রাই প্রধান]

গ্রেটার নয়ডার পাশাপাশি রাজস্থানে ধর্ষণের পর খুন করা হল সাত বছরের শিশুকে৷ জয়পুর থেকে ৩৪০ কিলোমিটার দূরের বাসিন্দা ওই শিশুটি শুক্রবার বিকেলে বাড়ির সামনে খেলা করতে করতেই নিখোঁজ হয়ে যায় সে৷ বাড়ি না ফেরায় পরেরদিন সকালে থানায় অভিযোগ দায়ের করেন শিশুর বাবা ও মা৷ পুলিশি তল্লাশিতে শনিবার সন্ধ্যে নাগাদ বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে শিশুর দেহ উদ্ধার করা হয়৷ শিশুর দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়৷ তদন্তকারীরা জানান, ময়নাতদন্ত রিপোর্টে মিলেছে ধর্ষণের প্রমাণ৷ এই ঘটনার তদন্তে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে৷ খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তারির আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা৷  

[আরও মজবুত দিল্লির নিরাপত্তা, হামলার আগে আকাশেই ধ্বংস হবে শত্রুর মিসাইল]

গত ফেব্রুয়ারিতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ঝালওয়ার জেলায়৷ খেলতে খেলতেই নিখোঁজ হয়েছে ছয় বছরের এক শিশু৷ বাড়ির কাছে একটি খেত থেকে শিশুর দেহ উদ্ধার করা হয়৷ একের পর এক ধর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement