Advertisement
Advertisement

Breaking News

Commission

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার চার দিনের মধ্যেই লক্ষাধিক অভিযোগ, রিপোর্ট তলব কমিশনের

বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট দিতে হবে।

Within four days lakhs of complaints, election commission wants report

ফাইল ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 21, 2024 8:58 am
  • Updated:March 21, 2024 8:58 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই অভিযোগের পাহাড় জমছে নির্বাচন কমিশনের দপ্তরে। রাজ্যে মাত্র চার দিনেই নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগের সংখ‌্যা সওয়া লক্ষ ছাড়িয়েছে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি ইতিমধ্যেই বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা, দেশি ও বিলাতি মদ-সহ বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে এ রাজ্যে।

কমিশনের হিসাব অনুযায়ী চলতি মাসের প্রথম কুড়ি দিন অর্থাৎ বুধবার পর্যন্ত এই বাজেয়াপ্ত সামগ্রীর আর্থিক মূল‌্য প্রায় ৮২ কোটি টাকা। বাজেয়াপ্ত করার সামগ্রীর হিসাবে রাজ‌্য ও কেন্দ্রীয় সব এজেন্সির মধ্যে সর্বোচ্চ পারফরম‌্যান্স রাজ‌্য আবগারি দপ্তরের। তারা একাই বাজেয়াপ্ত করেছে ২১ কোটি টাকারও বেশি মদ ও মাদক জাতীয় সামগ্রী। 

Advertisement

বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অতিরিক্ত সিইও অরিন্দম নিয়োগী জানিয়েছেন, নির্ঘণ্ট ঘোষণার পর থেকে রাজ্যে মোট ১ লাখ ২৭ হাজার ৭২৬টি আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। এর মধ্যে প্রথম দফায় ভোটগ্রহণ হতে চলা কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে জমা পড়েছে যথাক্রমে ৫,৭২৬, ১,৯২৩ এবং ৩,৪৫৮টি অভিযোগ। কমিশন সূত্রে খবর, এর অধিকাংশই পতাকা, ফ্লেক্স, পোস্টার বা ব‌্যানার না সরানো নিয়ে। রেল স্টেশন, বাস স্ট‌্যান্ড, বিমানবন্দর বা জাতীয় সড়ক থেকে দ্রুত রাজনৈতিক দলের পোস্টার-ব‌্যানার সরাতে সব রাজ‌্যকেই নির্দেশ দিয়েছে কমিশন। ওই কাজ শেষ হয়েছে এই মর্মে আজ, বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট দিতে হবে।

[আরও পড়ুন: আচমকাই বাতিল মোদির ভুটান সফর, নেপথ্যে লোকসভার ব্যস্ততা?]

এদিকে, এবার ভোট সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার জন্য ‘সিভিজিল’ নামে যে অ্যাপ কমিশন চালু করেছে, তাতে গত চার দিনে ২৫০টি অভিযোগ জমা পড়েছে। কোচবিহার থেকে নয়টি এবং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি থেকে দুটি করে অভিযোগ জমা পড়েছে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, অ‌্যাপে কোনও অভিযোগ জমা পড়লে ১০০ মিনিটের মধ্যে তার সমাধান করা হবে। গার্ডেনরিচে বহুতল ভাঙার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন‌্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। এর প্রেক্ষিতে ফিরহাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে কমিশনে চিঠি দিয়েছে বিজেপি।

এ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে অতিরিক্ত সিইও জানান, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের কাছে আমরা রিপোর্ট চেয়েছি।’’একইভাবে কোচবিহারে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, সে বিষয়েও জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। যদিও সূত্রের খবর, এদিন দুপুরেই সেই রিপোর্ট জেলা প্রশাসন ইমেলে পাঠিয়ে দিয়েছে। সেটি দিল্লিতে পাঠিয়েও দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: জঙ্গি দমনে বিরাট সাফল্য, অসম থেকে ধৃত ভারতের আইসিস প্রধান

নিয়ম মতো এবারও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও তাতে সংশোধনের কাজ চলছে। কমিশনের পক্ষ থেকে সব রাজ‌্য নির্বাচনী আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে, সংশোধিত সেই ‘আপডেটেড’ ভোটার তালিকা অনুযায়ীই ভোটগ্রহণ হবে। প্রতি দফার শেষদিনে মনোনয়ন জমার শেষ দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। তা থেকেই ভোটগ্রহণ হবে। ভোটার সংখ্যা বাড়াতেই কমিশনের এই পদক্ষেপ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement