সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের জন্য ব্যাঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করল কেন্দ্রীয় ব্যাঙ্ক৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে সোমবার জানানো হয়েছে, ২.৫ লক্ষ টাকা তোলার ক্ষেত্রে বিয়ের কার্ড ব্যাঙ্কে জমা দেওয়া বাধ্যতামূলক৷ দিতে হবে বিয়েবাড়ি এবং ক্যাটারারকে দেওয়া অগ্রিম টাকার রসিদও৷ এছাড়া, যে টাকা তোলা হচ্ছে, তা কাকে কাকে, কী কী উদ্দেশ্যে দেওয়া হবে, পেশ করতে হবে তার সম্পূর্ণ তালিকা৷ একইসঙ্গে, যাঁদের এই টাকা দেওয়া হবে, তাঁদের তরফ থেকে এই লিখিত ঘোষণাও ব্যাঙ্কে জমা দিতে হবে যে, ব্যাঙ্কে তাঁদের কোনও অ্যাকাউন্ট নেই৷
নিয়মের এই দীর্ঘ ‘লিস্টি’ কিন্তু এখানেই শেষ নয়৷ আরবিআই তাঁর নির্দেশিকায় আরও জানিয়েছে যে, যার বিয়ে হতে চলেছে, তার মা অথবা বাবা, যে কোনও একজনই ব্যাঙ্ক থেকে ২.৫ লক্ষ টাকা তুলতে পারবেন৷ বিয়ের তারিখ ৩০ ডিসেম্বর, ২০১৬ বা তার আগে হলে, শুধুমাত্র তবেই এই টাকা তোলা যাবে৷ একমাত্র কেওয়াইসি-র শর্ত পূর্ণ করা অ্যাকাউন্ট থেকেই টাকা তোলা যাবে৷ পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে যে, ওই অ্যাকাউন্টে যে টাকা আছে, তা ২০১৬-র ৮ নভেম্বরের আগে সেখানে জমা পড়েছে৷ ব্যাঙ্কে পেশ করা এই সব যাবতীয় তথ্য খুঁটিয়ে পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়ার পরই সবুজ সঙ্কেত মিলবে বিয়ের টাকা হাতে পাওয়ার ক্ষেত্রে৷ তবে পাত্র-পাত্রীর বাবা-মায়ের পাশাপাশি এই সমস্ত নথিপত্রের রেকর্ড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে রাখতেও কড়া নির্দেশ দিয়েছে আরবিআই৷
রিজার্ভ ব্যাঙ্কের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, বিয়ের খরচ যতটা সম্ভব নগদে না করতে৷ ‘নন-ক্যাশ’ সূত্র যেমন চেক, ড্রাফট, ক্রেডিট, ডেবিট কার্ড, প্রি-পেইড কার্ড, মোবাইল ট্রান্সফার, ইন্টারনেট ব্যাঙ্কিং–ইত্যাদি বেশি ব্যবহার করতে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.