Advertisement
Advertisement

Breaking News

BJP

‘সবুজশ্রী’, ‘কন্যাশ্রী’র অনুকরণ! ত্রিপুরায় বিজেপির ইস্তেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি

আদিবাসীদের উন্নয়নের প্রতিশ্রুতি বিজেপির 'সংকল্প পত্রে'।

With Lot of promises following TMC Govt's schemes BJP launches manifesto for Tripura | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 9, 2023 8:34 pm
  • Updated:February 9, 2023 8:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের (TMC) একাধিক প্রকল্পের অনুকরণে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল বিজেপি। বৃহস্পতিবার বিজেপির (BJP)সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) এদিন আগরতলা থেকে প্রকাশ করেছেন ‘সংকল্প পত্র’। তাতে বাংলার একাধিক প্রকল্পের ছায়া। ‘সবুজশ্রী’র অনুকরণে সেখানে নবজাতক কন্যাদের জন্য ৫০ হাজার টাকার বন্ডের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আবার ‘কন্যাশ্রী’র আদলে ‘মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা’য় ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। শুধু তাই নয়, জমিহীনদের বিনামূল্যে জমির পাট্টা দেওয়ার কথাও বলা হয়েছে বিজেপির সংকল্প পত্রে। যা দেখে মনে করা হচ্ছে, অধিকাংশই বাংলার তৃণমূল সরকারের সামাজিক প্রকল্পগুলির অনুকরণ।

বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election) ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। তাতে শিশুকন্যা ও নারীদের সাহায্যার্থে একাধিক প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আদিবাসী উন্নয়নেও আলাদা প্রতিশ্রুতি রয়েছে। বাংলায় নবজাতকদের জন্য প্রকল্প ‘সবুজশ্রী’র আদলে ‘বালিকা সমৃদ্ধি স্কিম’-এ ৫০ হাজার টাকার বন্ড দেওয়ার কথা বলেছে বিজেপি। ‘সবুজশ্রী’ প্রকল্পে নবজাতকের নামে একটি চারাগাছ পোঁতা হয়। যাতে বড় হওয়ার পর সেই গাছ থেকে সুবিধা নিতে পারে মেয়েটি। গাছটি বিক্রি করে আর্থিক চাহিদা মেটানোর উদ্দেশে এই চারাগাছ পোঁতা।

Advertisement

[আরও পড়ুন: জমি নিয়ে অর্মত্য সেনকে ফের নোটিস দিয়েও ফিরিয়ে নিল বিশ্বভারতী, কারণ ঘিরে ধন্দ]

এছাড়া রয়েছে ‘মুখ্যমন্ত্রীর কন্যা আত্মনির্ভর যোজনা’, যা ‘কন্যাশ্রী’ (Kanyasree) প্রকল্পের আদলে। বিজেপির ইস্তেহারে এই প্রকল্প অনুযায়ী, মেধাবী ছাত্রীদের পড়াশোনার সুবিধায় স্কুটি দেওয়া হবে। কন্যাশ্রী প্রকল্পে প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে পড়ার খরচ দিয়ে থাকে রাজ্য সরকার। এছাড়া নবম-দশম-একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ‘সবুজসাথী’ প্রকল্পের সাইকেল দেওয়া হয়। এছাড়া ভূমিহীনদের পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে বিজেপির সংকল্প পত্রে। আঞ্চলিক স্তরে শিক্ষাবিকাশের জন্য বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।

[আরও পড়ুন: বোটানিক্যাল গার্ডেনের নিরাপত্তারক্ষীর তাড়া খেয়ে গঙ্গায় ঝাঁপ ৩ যুবকের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement