সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় অঙ্কুরেই বিনষ্ট স্বপ্ন৷ দেশজুড়ে বামপন্থায় এখনও আস্থাশীল প্রজন্মকে ঘুরে দাঁড়ানোর একটা স্বপ্ন দেখিয়েছিলেন৷ রাজনীতির ধরাবাঁধা ছকে না হেঁটে অন্য রকমভাবে, ভিন্ন কায়দায় পথ হাঁটতে শুরু করেছিলেন বিহারের বেগুসরাইয়ের তরুণ নেতা৷ যাকে বলা হচ্ছিল, বিকল্প রাজনীতি৷ অনেকেই বিশ্বাস করতে শুরু করেছিলেন, এই তরুণ তুর্কিই ফের দেশে প্রতিষ্ঠা করবে শ্রেণি সংগ্রামের চিরকালীন আদর্শ৷ প্রচারেও কম চমক ছিল না৷
[আরও পড়ুন: দেশের রায় LIVE: নরেন্দ্র মোদিকে শুভেচ্ছাবার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান]
কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর মুখেই বামপন্থার বীজ চাপা পড়ে গেল৷ সিপিআই প্রার্থী, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমার বেগুসরাই থেকে হারলেন৷ জিতে গেলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী গিরিরাজ সিং৷ এই ফলাফল যে খুব অপ্রত্যাশিত, তা কিন্তু নয়৷ বিজেপির বিরুদ্ধে মহাজোটের শরিক করে সিপিআই প্রার্থী কানহাইয়া কুমারকে দাঁড় করানোর পক্ষে মোটেই মত ছিল না আরজেডি-র৷ তাই তাঁরা নিজেদের দলীয় প্রার্থী তনভির হাসানকেও দাঁড় করিয়েছিলেন৷ ফলে লড়াই হয়ে গিয়েছিল ত্রিমুখী৷
তা সত্ত্বেও কানহাইয়া নিজের ঢঙে প্রচার করেছিলেন৷ তাঁর হয়ে প্রচার করেন শাবানা আজমি থেকে শুরু করে কানহাইয়ার জেএনইউ-র বান্ধবী তথা বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর৷ বিহারের অন্যতম অনুন্নত এলাকা বেগুসরাইয়ের মিশ্র সমাজে জাতপাতের রাজনীতি সরিয়ে নিজের আদর্শে প্রভাব ফেলার চেষ্টা করেছিলেন বামপন্থী ছাত্রনেতা কানহাইয়া৷ আর সেটাই কাল হল৷ বিহারী রাজনীতির পথে না হাঁটাই কানহাইয়া পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷ তাঁদের আরও আশঙ্কা, কানহাইয়ার পরাজয়ের সঙ্গে সঙ্গে বুঝি বামপন্থী রাজনীতিতে নতুন প্রজন্ম উদয়ের সম্ভাবনাটুকুও নিভে গেল৷
শুধু কানহাইয়া কুমারের পরাজয়ই নয়, গোটা দেশে রাজনীতির লড়াইয়ে বামপন্থীদের খুঁজে পাওয়াই দায়৷ বামশাসিত কেরলে কিছুটা নিজেদের মুখরক্ষা করতে পারলেও মহারাষ্ট্রে প্রত্যাশিত ফল হল না একেবারেই৷ লং মার্চের মাটিতে তখনকার মতো লাল নিশান দাপট দেখালেও, অচিরেই তা ফিকে হয়ে গিয়েছে৷ অন্তত ৬টি আসনপ্রাপ্তি যেখানে প্রত্যাশিত ছিল, সেখানেই অর্ধেক দিন শেষে মাত্র ১টি আসনে এগিয়ে থাকতে দেখা গেল বামফ্রন্টকে৷ কানহাইয়ার হারের পাশাপাশিই যেন দেশে বামফ্রন্টের প্রাসঙ্গিকতা নিয়ে আর প্রশ্নও সেভাবে উঠছে না৷ কারণ, উত্তরটা এতক্ষণে সকলেই পেয়ে গিয়েছেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.