Advertisement
Advertisement

অক্সিজেন সিলিন্ডার ছাড়াই কাঞ্চনজঙ্ঘা ছুঁয়ে নজির গড়তে প্রস্তুত এই ভারতীয়

কোনও প্রতিবন্ধকতাই থামাতে পারবে না এযুগের অর্জুনকে!

With five peaks conquered, Arjun now eyes Kanchenjunga
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 30, 2018 9:33 pm
  • Updated:August 24, 2018 5:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অর্জুন’ নামটা শুনলে প্রথমেই আমাদের মনে পড়ে মহাভারতের সেই বীর যোদ্ধার কথা৷ অথবা বলিউডের বিখ্যাত ‘করণ-অর্জুন’ সিনেমার কথা৷ তবে এই প্রতিবেদনে আপনি নতুন এক অর্জুনকে চিনবেন! তাঁর নাম অর্জুন বাজপেয়ী৷ যিনি নিজেও কোনও সুপারহিরোর চেয়ে কম যান না৷ ইতিমধ্যেই বহু রেকর্ড গড়ে ফেলেছেন এই ভারতীয় যুবক৷ কিন্তু এবার তাঁর লক্ষ্য, অক্সিজেন সিলিন্ডার ছাড়াই বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা জয় করা৷

[কাঠুয়া গণধর্ষণ কাণ্ড ছোট্ট ঘটনা, জম্মু-কাশ্মীরের নয়া উপ-মুখ্যমন্ত্রীর মন্তব্যে শোরগোল]

অর্জুন নিজেই জানাচ্ছেন, অল্প বয়স থেকেই তাঁর পর্বত আরোহণের নেশা৷ তাঁর মুকুটে প্রথম পালক যুক্ত হয় ২০১১-তে৷ সে বছর বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন অর্জুন৷ এর পর পা বাড়ান মাউন্ট লোতসে ও মাউন্ট মানাসলুর দিকে৷ যা যথাক্রমে বিশ্বের চতুর্থ ও অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ৷ এখানেই শেষ নয়, বরং আরও বাড়তে থাকে অর্জুনের পর্বতারোহণের খিদে৷ সেই খিদেই তাঁকে নিয়ে যায় বিশ্বের অন্যতম ভয়ঙ্কর পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালুর দিকে৷ ২০১৩-তে যে যাত্রা শুরু হয়েছিল চারবারের চেষ্টায়, ২০১৬-য় তা পূর্ণতা পায়৷ বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু জয়ে সফল হন অর্জুন৷

Advertisement

এখানেই শেষ নয়, বন্ধু ভূপেশ কুমারকে সঙ্গে নিয়ে বিশ্বের ষষ্ঠ উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট শো ইয়ো-তেও পাড়ি দেন অর্জুন৷ ৬১৮০ মিটার উপরে অজ্ঞাত পরিচয়ের একটি শৃঙ্গে উঠেছিলেন তাঁরা৷ প্রাক্তন রাষ্ট্রপতির নামানুসারে শৃঙ্গটির নাম দেন, ‘মাউন্ট কালাম’৷ এই সফরে অর্জুনকে পড়তে হয়েছিল চরম কষ্টের মধ্যে৷ অক্সিজেনের অভাবে রক্ত চলাচল প্রায় বন্ধই হয়ে গিয়েছিল তাঁর শরীরে৷ প্রায় অবশ হয়ে গিয়েছিল তাঁর শরীরের বাঁ দিক৷ কিন্তু এতেও শেষ হয়ে যায়নি অর্জুনের পর্বতারোহণের নেশা, বরং যেন আরও বেড়ে গিয়েছে৷ এখন তাঁর সামনে চ্যালেঞ্জ, অক্সিজেন সিলিন্ডার ছাড়াই কাঞ্চনজঙ্ঘায় পাড়ি দেওয়া৷ তিনি নিজেও জানেন না, সেখানে তাঁর জন্য অপেক্ষা করছে কোন রহস্য-রোমাঞ্চ?

[এক্সাইজ ডিউটিতে কাটছাঁট নয়, কেন্দ্রের সিদ্ধান্তে লাফিয়ে বাড়ছে পেট্রোপণ্যের দাম]

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement