Advertisement
Advertisement

Breaking News

মোদির জন্মদিনে ৭ ফুটের কেক, ৯৮৯টি প্রদীপ প্রজ্জ্বলন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন মায়ের কাছে৷ মায়ের আশীর্বাদ নিয়েই জন্মদিনের সকাল শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷আরও পড়ুন:সাত মাস পর নয়া চেয়ারম্যান পেল জাতীয় মানবাধিকার কমিশন, জেনে নিন পরিচয়‘কোনও মন্তব্য নয়’, হাসিনার প্রত্যর্পণ দাবিতে ‘ধীরে চলো’ নীতি ভারতের Advertisement ৬৬তম জন্মদিনে যে গুজরাতে যাবেন তা আগেই জানিয়ে রেখেছিলেন৷ কথামতো সকালবেলায় পৌঁছে যান তিনি৷ […]

With 7 Feet Cake And 989 Lamps, PM Modi Is Celebrating His 66th Birthday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 17, 2016 1:42 pm
  • Updated:September 17, 2016 1:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন মায়ের কাছে৷ মায়ের আশীর্বাদ নিয়েই জন্মদিনের সকাল শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷

৬৬তম জন্মদিনে যে গুজরাতে যাবেন তা আগেই জানিয়ে রেখেছিলেন৷ কথামতো সকালবেলায় পৌঁছে যান তিনি৷ ৯৭ বছরের হীরাবেন কৃতী সন্তানের জন্য তৈরি করে রেখেছিলেন বিশেষ মিষ্টি৷ মিষ্টিমুখ করিয়েই সন্তানকে আশীর্বাদ করেন তিনি৷ মায়ের আশীর্বাদই যে জীবনের পাথেয়- সে কথা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী৷

Advertisement

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিরাট সমারোহের আয়োজন করেছে সুরাতের এক বেকারি৷ তারা তৈরি করে ফেলেছে সাত ফুট লম্বা একটি কেক, যার ওজন ৩৭৫০ কেজি৷ প্রায় তিরিশ জন শেফ মিলে মোদির সম্মানে তৈরি করেছেন এই অভিনব কেক৷ আড়ে-বহরে কেকটি সম্ভবত গিনেস বুকেও নাম তুলতে চলেছে৷ তবে এ কেক মোদি কাটবেন না৷ সেখানেও আছে অভিনবত্ব৷ দেশের বিভিন্ন প্রান্তের নানা উপজাতির মেয়েরা সে কেক কাটবেন৷ কেক বিলিও করে দেওয়া হবে তাঁদের মধ্যে৷

জন্মদিনে নভসারিতে বিশেষ বাচ্চাদের ‘ডিসঅ্যাবিলিট কিট’ বিলি করবেন প্রধানমন্ত্রী৷ এদিন তাঁর জন্মদিন উপলক্ষে ৯৮৯টি প্রদীপ প্রজ্জ্বলন করা হল নভসারিতে৷

 

এদিকে নাগপুরে প্রধানমন্ত্রীর মতো দেখতে একজনকে দিয়েই জন্মদিন পালন করা হল মোদির৷ শুভেচ্ছা ও অভিনব আয়োজনের ঘটায় তাই বিরাট সমারোহ প্রধানমন্ত্রীর জন্মদিনে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement