আনলক ফোরেও দেশজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ৪০ লক্ষ ২৩ হাজার ১৭৯ জন। মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৫৬১ জনের। রাজ্যে মোট আক্রান্ত ১,৭৭,৭০১ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৫১০ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১০.২৯: হরিয়ানায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২২৮৯, মৃত ২২।
2,289 new #COVID19 cases and 22 deaths reported in Haryana today. Total number of cases now at 74,272 including 58,580 recoveries, 14,911 active cases and 781 deaths: State Health Department pic.twitter.com/KyX6eD68Nl
— ANI (@ANI) September 5, 2020
রাত ১০.২০: স্বাস্থ্যবিধি মেনে হায়দরাবাদে মেট্রো চলাচল শুরু হবে ৭ তারিখ থেকে। চলছে তার প্রস্তুতি।
Telangana: Preparations underway at the metro stations of Hyderabad Metro as it gears up to resume services from September 7 as part of #Unlock4. pic.twitter.com/AYyWK5JaB0
— ANI (@ANI) September 5, 2020
রাত ১০.০২:হিমাচল প্রদেশে নতুন করে করোনা আক্রান্ত ১৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৭০১৮। মৃত্যু হয়েছে ৫২ জনের।
188 new #COVID19 positive cases and 21 recoveries reported in the state today. Total number of cases rise to 7018 including 1978 active cases, 4941 recoveries and 52 deaths: Himachal Pradesh Health Department pic.twitter.com/jStYOTVJvO
— ANI (@ANI) September 5, 2020
রাত ৯.৫৪: গত ২৪ ঘণ্টায় রাজস্থানে নতুন করে ১৫৬৬ জনের শরীরে মিলল করোনার জীবাণু, মৃত ১৪।
1566 new #COVID19 positive cases and 14 deaths reported in Rajasthan today. Total number of cases rise to 89363 including 14996 active cases and 1122 deaths: Health Department, Rajasthan pic.twitter.com/4o1ra8IGyP
— ANI (@ANI) September 5, 2020
রাত ৯.৫০: করোনা সংক্রমণের নয়া পরিসংখ্যানের নিরিখে ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে ভারত। এই মুহূ্র্তে দেশে করোনায় আক্রান্ত ৪১ লক্ষ।
রাত ৯.৪৭: করোনা পরিস্থিতিতে প্যারোলে ছাড়া পাওয়ার তিন মাসের মধ্যে জেলে ফেরেনি দুই বন্দি। ওই দুই সাজাপ্রাপ্ত বন্দিকে পলাতক ঘোষণা করে, পুলিশের কাছে অভিযোগ দায়ের করল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।
রাত ৯.২২: কোভিড পরিস্থিতির জন্য সংসদে প্রশ্নোত্তর পর্ব বাদ নয়, প্রধানমন্ত্রী মোদি কোনও প্রশ্নের উত্তর দিতে চান না। তোপ হায়দরাবাদের AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির।
Question Hour in the Parliament is not being conducted citing COVID-19; PM Modi will not answer questions in Question Hour. But students are being asked to go & answer questions in JEE & NEET exams amid the pandemic: AIMIM Chief Asaduddin Owaisi pic.twitter.com/iAlEQcRoaA
— ANI (@ANI) September 5, 2020
রাত ৯.১৩: দিল্লিতে কোভিড আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার পেরল। নতুন করে আক্রান্ত ২৯৭৩। গত ৭০ দিনে যা সর্বোচ্চ, বলছে স্বাস্থ্যদপ্তর।
Delhi’s #COVID19 case tally reaches 1,88,193 with 2,973 fresh infections and 25 deaths reported today. The numbers of active and recovered cases are 19,870 and 1,63,785, respectively. Death toll rises to 4,538: Delhi Government pic.twitter.com/RTCJyS765a
— ANI (@ANI) September 5, 2020
রাত ৯.০৫: গোয়ায় নতুন করে কোভিড আক্রান্ত ৫৯২ জন। সুস্থ হয়েছে ৫৩৪। পরিসংখ্যান স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে।
592 new #COVID19 cases and 534 recoveries reported in Goa today. Total number of cases now at 20,455 including 4,945 active cases, 15,281 recoveries and 229 deaths: State Health Department pic.twitter.com/Fb1RQ7gRLK
— ANI (@ANI) September 5, 2020
রাত ৮.৪৩: স্বস্তি দিচ্ছে না মহারাষ্ট্রের করোনা চিত্র। নতুন করে করোনা পজিটিভ ২০,৪৮৯। মৃত্যু হয়েছে ৩১২ জনের।
20,489 new #COVID19 positive cases, 10,801 discharges and 312 deaths reported in Maharashtra today. Total number of cases now at 8,83,862 including 6,36,574 discharges, 2,20,661 active cases and 26276 deaths: State Health Department
— ANI (@ANI) September 5, 2020
রাত ৮.০৯: গত ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে আক্রান্ত ১০ হাজার ৮২৫ জন। মৃত্যু হয়েছে ৭১ জনের।
Andhra Pradesh reports 10,825 new #COVID19 cases and 71 deaths in the last 24 hours. Total number of cases now at 4,87,331 including 1,00,880 active cases, 3,82,104 recoveries and 4347 deaths: State Health Department pic.twitter.com/7IDy11CTkb
— ANI (@ANI) September 5, 2020
রাত ৮.০৮: করোনা আবহে এই প্রথমবার রোমের বাইরে গেলেন পোপ ফ্রান্সিস।
রাত ৮.০৫: গত ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত আরও ৩,০৪২ জন। মৃত্যু হয়েছে ৫৮ জনের।
West Bengal reports 3,042 new #COVID19 cases and 58 deaths, taking total cases to 1,74,659 including 1,50,801 discharges, 23,390 active cases and 3,510 deaths: State Health Department pic.twitter.com/IASXjOQX3O
— ANI (@ANI) September 5, 2020
সন্ধে ৭.৪৫: উত্তরাখণ্ডে আক্রান্ত ৯৫০ জন।
950 new #COVID19 positive cases reported in Uttarakhand today, taking the total number of cases to 23961: State Control Room COVID-19 pic.twitter.com/t2CvW6Gtq5
— ANI (@ANI) September 5, 2020
সন্ধে ৭.৩৭: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৮ জন পুলিশকর্মী। মৃত্যু হয়েছে আরও ২ জনের।
258 more Maharashtra police personnel tested #COVID19 positive while 2 died, in the last 24 hours. Total number of positive cases in the police force rise to 16,401 including 2,789 active cases, 13,446 recoveries & 166 deaths till date: Maharashtra Police
— ANI (@ANI) September 5, 2020
সন্ধে ৭.৩৪: পাঞ্জাবে ফের আক্রান্ত ১৫১৫ জন।
1515 new #COVID19 positive cases and 69 deaths reported in Punjab today. Total number of cases now at 61527 and death toll is at 1808: Punjab Govt pic.twitter.com/CCADuLC7bB
— ANI (@ANI) September 5, 2020
সন্ধে ৭.২০: দক্ষিণ দিনাজপুর জেলায় কনটেনমেন্ট জোনের সংখ্যা নিয়ে দ্বন্দ্ব। বালুরঘাট পুরসভা, গঙ্গারামপুর পুরসভা এবং বুনিয়াদপুর পুরসভার কিছু ওয়ার্ড রয়েছে কন্টেনমেন্ট জোনে। কিন্তু কোন কোন ওয়ার্ড, জেলা প্রশাসনের তালিকায় তার উল্লেখ নেই। ফলে ধন্দে বাসিন্দারা।
সন্ধে ৭.০২: চণ্ডীগড়ে আক্রান্ত আরও ২৩৪ জন।
234 new #COVID19 positive cases and 1 death reported in Chandigarh today. Total number of cases now at 5502 including 2140 active cases and 69 deaths: Health Department, Chandigarh
— ANI (@ANI) September 5, 2020
সন্ধে ৬.৫৮: গরীব ব্যক্তিরা করোনা পরীক্ষা করালেই পাবেন খাবারের প্যাকেট, ঘোষণা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের।
To encourage testing for #COVID19, Punjab Chief Minister Captain Amarinder Singh today announced distribution of free food packets to poor families who do not want to get themselves tested for fear of isolation impacting their meager earnings: Punjab Chief Minister’s Office
— ANI (@ANI) September 5, 2020
সন্ধে ৬.৩৫: কোভিড পরিস্থিতিতে স্কুল খোলা না গেলেও শিক্ষকরা কাজ করেই চলেছেন, দাবি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
Due to #COVID19, we could not open schools but our teachers did not give up. By paying house visits and through online education, they continued to educate children. I greet them today on Teachers Day: Madhya Pradesh CM through video conferencing with students & teachers pic.twitter.com/1Ihf8Hjlkp
— ANI (@ANI) September 5, 2020
সন্ধে ৬.৩১: কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯,৭৪৬ জন।
9,746 new #COVID19 cases and 128 deaths reported in Karnataka in the last 24 hours, taking active cases to 99,617. There have been 2,83,298 recoveries and 6,298 deaths: State Health Department pic.twitter.com/M8eiZDCfhd
— ANI (@ANI) September 5, 2020
সন্ধে ৬.১৯: জম্মু-কাশ্মীরে আক্রান্ত আরও ১,২৫১ জন।
1,251 new #COVID19 cases reported in Jammu and Kashmir today; 739 from Jammu division and 512 from Kashmir division. Total number of cases now at 42241 including 9,547 active cases, 31,924 recoveries and 770 deaths: Govt of Jammu and Kashmir pic.twitter.com/WXdn21PVfP
— ANI (@ANI) September 5, 2020
সন্ধে ৬.১১: তামিলনাড়ুতে আক্রান্ত আরও ৫,৮৭০ জন।
Tamil Nadu reported 5,870 new COVID-19 cases, 5,859 discharges and 61 deaths in the last 24 hours, taking active cases to 51,583, discharges to 3,98,366 and death toll to 7,748: State Health Department pic.twitter.com/uHpjtHyrlg
— ANI (@ANI) September 5, 2020
বিকেল ৫.৫০: করোনা আক্রান্ত অলিম্পিয়ান ফুটবলার নিখিল নন্দী। ভরতি হাসপাতালে।
বিকেল ৫.৩৯: বোলপুর কোভিড হাসপাতালে গত ২৪ ঘন্টায় মৃত্যু হল দু’জন রোগীর। যতদিন যাচ্ছে বীরভূমে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৮ আগষ্ট স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুসারে জেলায় ২১৪ জন করোনা আক্রান্ত হয়ে ছিল যা আজ পর্যন্ত রেকর্ড। একইভাবে প্রতিদিন গড়ে ৪০-৫০ জন করে আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, যত দিন যাচ্ছে মানুষের স্বচেতনতা কমছে।
বিকেল ৫.২৫: এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল চণ্ডীতলা থানার এক পুলিশ কর্মীর। মৃত ওই পুলিশ কর্মীর নাম সুকুমার মাঝি। তিনি হুগলির চণ্ডীতলা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। গত মাসে ২৭ আগস্ট ছুটি নিয়ে হাওড়ার উদয়নারায়ণপুরের বাড়িতে যান। কিন্তু তিনি ছুটিতে থাকাকালীন নিউমোনিয়ায় আক্রান্ত হন। এরপরই তাকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভরতি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার কোভিড ১৯ পরীক্ষা করার পর রিপোর্ট আসে পজিটিভ। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল থেকে তাকে শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়। কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ওই কনস্টেবলের মৃত্যু হয়।
বিকেল ৫.০৬: করোনা আক্রান্ত বিধায়কের সংস্পর্শে আসায় হোম আইসোলেশনে ছিলেন। তবে শনিবার করোনা রিপোর্ট নেগেটিভ আসে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের।
Punjab CM Captain Amarinder Singh (file pic) today ended his week-long self-isolation after testing negative for #COVID19. CM isolated himself after coming in contact with two MLAs who had later tested positive: Punjab Chief Minister’s Office (CMO) pic.twitter.com/yI4S2OaFTY
— ANI (@ANI) September 5, 2020
বিকেল ৫.০৪: মহারাষ্ট্র বিধানসভার অধিবেশনে যোগদানকারী প্রত্যেককে করতে হবে করোনা পরীক্ষা।
For Assembly Session, beginning from September 7, we have collected the requirements of public health dept, police dept & depts working for #COVID19, so to discuss it in session. All attending the session have been asked to get tested for COVID: Ajit Pawar, Maharashtra Deputy CM
— ANI (@ANI) September 5, 2020
বিকেল ৫.০২: করোনা সংক্রমণের জের। ক্যাম্পাসের হাসপাতালেই নতুন করে ৬ জনের করোনা। মোট আক্রান্ত ৪০। তাই এক সপ্তাহের জন্য বন্ধ খড়গপুর আইআইটি। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল কর্তৃপক্ষ।
বিকেল ৫: মধ্যপ্রদেশে কোভিড বিধি মেনে শুরু হল সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা।
Madhya Pradesh: Public & private bus services resume in the state, following ease in #COVID19 precautionary measures, as part of #unlock4. Visuals from Bhopal. pic.twitter.com/edv4qDMRyI
— ANI (@ANI) September 5, 2020
বিকেল ৪.৫৮: বেঙ্গালুরুতে আর্থিক ক্ষতির সম্মুখীন নারকেল ব্যবসায়ীরা।
Bengaluru: Coconut market severely affected due to #COVID pandemic. A trader says, “Coconuts used to be in high demand at hotels/restaurants & during festivals. But, sale & demand for coconuts has decreased due to pandemic & lockdown restrictions; our business has been badly hit” pic.twitter.com/Bwtx0Yr1uS
— ANI (@ANI) September 5, 2020
বিকেল ৪.৫৩: আগামী ১২ সেপ্টেম্বর থেকে চল্লিশ জোড়া বিশেষ ট্রেন চলবে। ১০ সেপ্টেম্বর থেকে করা যাবে টিকিট সংরক্ষণ।
বিকেল ৪.৪২: করোনা পরিস্থিতিতে আর্থিক ক্ষতির সম্মুখীন কলকাতার অটোচালকরা।
Kolkata: Autorickshaw drivers experiencing difficulties as there is less number of passengers due to #COVID19.
“Earlier we would earn around Rs 1,000 per day. Now it has come down to Rs 400. When metro & local train services resume, we might get some respite,” says one driver. pic.twitter.com/VcXzcAhPxS
— ANI (@ANI) September 5, 2020
বিকেল ৪.৪১: মহারাষ্ট্রের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। মাস্ক না পরলে, যেখানে সেখানে থুতু ফেললেই হবে জরিমানা।
Fines of Rs 500 and Rs 1,000 for not wearing a mask and spitting in public, respectively, to be implemented strictly: Union Minister Prakash Javadekar in Pune, Maharashtra https://t.co/frc8z6fM5Y
— ANI (@ANI) September 5, 2020
বিকেল ৪.২২: কোভিড পরিস্থিতিতে আত্মনির্ভর ভারতের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটাই সময় ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার, বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
Prime Minister took #COVID19 as an opportunity, that is why every #AatmaNirbharBharat announcement also included a very strong and distinct reform announcement, an opportunity to accelerate the pace of reforms: Union Finance Minister Nirmala Sitharaman pic.twitter.com/cVIXtnoMY0
— ANI (@ANI) September 5, 2020
দুপুর ৩.৫৮: করোনা সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে তামিলনাড়ুতে পথে নামলেন রূপান্তরকামীরা।
Tamil Nadu: Members of the transgender community, in Chennai, are spreading awareness about #COVID19, in the slum areas.
A member says, “With Chennai Corporation’s help, we are checking pulses, temperature & clearing facts & myths of people.” pic.twitter.com/rxc4ZCeo2d
— ANI (@ANI) September 5, 2020
দুপুর ৩.৪১: করোনা পরিস্থিতিতে বিপাকে পাঞ্জাবের ট্যাক্সি চালকরা।
Punjab: Taxi drivers in Amritsar facing financial difficulties as there are no customers due to #COVID19.
“There’s no money to pay drivers & no help from govt. I have to pay for insurance & loans. I hope the CM exempts us from tax payments for a year” says a taxi business owner. pic.twitter.com/YBVoUqgYQi
— ANI (@ANI) September 5, 2020
দুপুর ১.৫৯: করোনা আবহে থমকে সরকারি উন্নয়নমূলক কাজ। তহবিলে টান পড়েছে মেনে নিলেন উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক।
Uttarakhand: It’s hard to complete public works with low funds. People are anyway more concerned with development works near their house. #COVID19 has affected all systems of society & diverted all govt fund allocations. We MLAs will meet CM & request help: Ganesh Joshi, BJP MLA. pic.twitter.com/8fmXqQ89io
— ANI (@ANI) September 5, 2020
দুপুর ১.৫৬: আর্জেন্টিনায় করোনা আক্রান্ত জাতীয় দলের ছয় রাগবি খেলোয়ার।
দুপুর ১.৩০: করোনা আক্রান্ত গোয়ার মুখ্যমন্ত্রী গ্লাভস ছাড়াই গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে কাজ করছেন। ওই ফাইলে যাঁরা হাত দেবেন তাঁদেরও সংক্রমণের আশঙ্কা। এমন একটি ভিডিও প্রকাশ করে অভিযোগ কংগ্রেসের।
বেলা ১২.৫৫: কনটেনমেন্ট জোনে থাকা সকলের ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। চাহিদা অনুযায়ী নমুনা পরীক্ষার নির্দেশিকাও জারি করেছে আইসিএমআর।
বেলা ১২.৪০: করোনা পরিস্থিতিতে আক্রান্তদের চিকিৎসায় এক এক বেসরকারি হাসপাতাল এক এক রকম খরচ নিচ্ছে। এবার রাজস্থান সরকার সেই খরচ বেঁধে দিল। কেউ সেই নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।
বেলা ১২.০৭: দিল্লিতে কমেছে মৃত্যহার। দাবি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
As per data between August 15 & today, fatality rate among COVID-19 patients is 1% in Delhi against 1.7% of national fatality rate. Our recovery rate is 87% against 77% on national level. COVID-cases are rising in Delhi because we’ve increasing testing: Delhi CM Arvind Kejriwal https://t.co/Q1DsmJysSU
— ANI (@ANI) September 5, 2020
সকাল ১১.৫০: ভুবনেশ্বরে চলছে সেরো সার্ভে। সমীক্ষায় দেখা গিয়েছে ৫.১৫ শতাংশ নাগরিকদের মধ্যে গড়ে উঠেছে করোনারোধী অ্যান্টিবডি।
সকাল ১১.২০: দিল্লির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। দ্বিগুণ হয়েছে দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা। জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।
We have more than doubled the testing in Delhi, in the last week. 37,000 tests were conducted yesterday. Positivity rate is close to 8%. The case fatality rate is around 0.5%. The situation in Delhi is under control: Delhi Health Minister Satyendar Jain on #COVID19 situation pic.twitter.com/3E2AneGNJK
— ANI (@ANI) September 5, 2020
সকাল ১১.০৩: তেলেঙ্গানার অর্থমন্ত্রী হরিশ রাও করোনা আক্রান্ত। নিজেই টুইট করে সেই খবর দিলেন।
সকাল ১০.৩০: মেক্সিকোতে লাফিয়ে বাড়ছে মৃত্যু। বেশকিছু রাজ্যে তো ডেথ সার্টিফিকেটের ফর্মের অভাব দেখা দিয়েছে।
সকাল ১০.০৫: ব্রাজিলে একদিনে করোনা আক্রান্ত ৫১ হাজারের বেশি জন। মৃত্যু হয়েছে ৯০৭ জন।
সকাল ৯.৩৭: দেশে একদিনে করোনা আক্রান্ত ৮৬ হাজার ৪৩২ জন। যা এখনও পর্যন্ত রেকর্ড দৈনিক সংক্রমণ। মৃত্যু হয়েছে ১০৮৯ জনের।
India’s #COVID19 tally crosses 40 million with single-day spike of 86,432 new cases & 1,089 deaths reported in the last 24 hours.
The total case tally stands at 40,23,179 including 8,46,395 active cases, 31,07,223 cured/discharged/migrated & 69,561 deaths: Ministry of Health pic.twitter.com/0x4h7PNfVF
— ANI (@ANI) September 5, 2020
সকাল ৯.৩৫: গত ২৪ ঘণ্টায় দেশে ১০ লক্ষেরও বেশি করোনা পরীক্ষা করা হয়েছে।
Total number of samples tested up to 4th September is 4,77,38,491 including 10,59,346 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR)
— ANI (@ANI) September 5, 2020
সকাল ৯.০০: করোনা রুখতে লকডাউনে কাজ হবে না। বরং টিকাকরণের উপর জোর দিন। পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)।
সকাল ৮.৪০: নাগপুরে আক্রান্তদের সংস্পর্শে আসা সকলের খোঁজ করতে বিশেষ কর্মসূচি শুরু।
Maharashtra: Nagpur Municipal Corporation in association with Rashtriya Swayamsevak Sangh’s Lok Kalyan Samiti has launched ‘Mission Vishwas’ in Nagpur, to help counsel #COVID19 patients and their family members, and in contact-tracing pic.twitter.com/WwEuyiCSqB
— ANI (@ANI) September 5, 2020
সকাল ৮.২৫: দেশে কিছু এলাকায় করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হয়ে গিয়েছে। আগামী বছরেও চলবে সংক্রমণ। জানালেন AIIMS’-এর প্রধান।
সকাল ৮.১৫: সেপ্টেম্বরের শুরুতেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ছাড়াল।
সকাল ৮.১০: গত ৩ সপ্তাহের মধ্যে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম।
সকাল ৮.০০: গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন অন্তত সাত হাজার জন। মৃত্যু হয়েছে ৫২২ জনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.