সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘স্টার্টআপ ইন্ডিয়া’র কথা মাথায় রেখে নতুন উদ্যোগ গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের। ২৩ মে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর উদ্বোধন করেছিলেন ‘GAINS 2023’র। অবশেষে ঘোষিত হল বিজেতাদের নাম। ৫০টি প্রস্তাবের মধ্যে থেকে ৬টিকে বেছে নেওয়া হয়েছিল। যাদের মধ্যে সেরা হিসেবে নির্বাচন করা হয়েছে স্মার্ট মেশিনস অ্যান্ড স্ট্রাকচার্স ও বডকিন টেকনোলজিস প্রাইভেট লিমিটেড নামের দুই সংস্থাকে।
অংশগ্রহণকারীদের সুযোগ দেওয়া হয়েছিল শিপইয়ার্ড পরিদর্শন করার। বিভিন্ন বিভাগের সঙ্গে যোগাযোগ করার সুযোগও দেওয়া হয়েছিল। এরপরই বেছে নেওয়া হল সেরাদের। ওই দুই সংস্থার সঙ্গে এবার কাজ করবে জিআরএসই। তাদের দেওয়া প্রস্তাব খতিয়ে দেখে সেটিকে বাস্তব রূপ দেওয়া হবে। সব মিলিয়ে যে আত্মনির্ভরতার লক্ষ্যমাত্রা সামনে রেখে এগোতে চায় মোদি সরকার, তারই অংশ হিসেবে ‘GAINS 2023’কে দেখা হচ্ছে।
১৮৮৪ সালে শুরু হয়েছিল গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের যাত্রা। সেই সময় এখানে কেবলই জলযানগুলির মেরামতি করা হত। ধীরে ধীরে যত সময় এগিয়েছে ততই গুরুত্ব বেড়েছে জিআরএসই’র। বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এই সংস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.