Advertisement
Advertisement
অভিনন্দন

অপেক্ষার অবসান, দেশের এই প্রান্তে কাজে যোগ দিলেন অভিনন্দন বর্তমান

কোথায় পোস্টিং হল তাঁর?

Wing Commander Abhinandan Varthaman posted in Rajasthan
Published by: Sulaya Singha
  • Posted:May 13, 2019 5:03 pm
  • Updated:May 13, 2019 5:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান৷ শনিবার কাজে ফিরলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ দীর্ঘ বিরতির পর রাজস্থানের সুরাটগড় এয়ার ফোর্স স্টেশনে পোস্টিং হল তাঁর৷ পাকিস্তান থেকে ফেরার পর প্রথমবার এখানেই পোস্টিং হল তাঁর৷ যদিও ভারতীয় বায়ুসেনার তরফে এনিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি৷ গোপনীয়তা বজার রাখতেই কিছু বলা হয়নি৷ শুধু এটুকু নিশ্চিত করা হয়েছে যে রাজস্থানেই পোস্টিং হয়েছে অভিনন্দনের৷ তবে, তিনি ফের ফাইটার জেট ওড়াবেন কিনা, সে বিষয়টি এখনও স্পষ্ট হয়৷

[আরও পড়ুন: ‘১৯৮৮-তেই ব্যবহার করেছি ডিজিটাল ক্যামেরা’, মোদির মন্তব্যে হাসির রোল]

গত ১৪ ফেব্রুয়ারি রক্তে লাল হয়েছিল পুলওয়ামা৷ জঙ্গি হামলায় শহিদ হন চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান৷ গোটা ঘটনায় দেশবাসীর মনে ক্ষোভের আগুন জ্বলতে শুরু করে৷ পুলওয়ামায় হামলার ঠিক বারোদিনের মাথায় বোমারু যুদ্ধবিমান মিরাজ-২০০০ এর মাধ্যমে আকাশপথে পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা৷ ধ্বংস করে দেওয়া হয় বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি৷ তবে, তাতেও শিক্ষা হয়নি পাকিস্তানের৷ তার ঠিক পরেরদিনই আকাশপথে ভারতকে আক্রমণের চেষ্টা করে পাকিস্তান৷ তার যোগ্য জবাব দেয় ভারত৷ ধাওয়া করে পাকিস্তানের এফ-১৬ বিমান গুলি করে নামান ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন৷ যদিও সীমানা পেরিয়ে ঢুকে যাওয়ায় পাকিস্তান বন্দি করে অভিনন্দনকে৷ যুদ্ধের আবহে শত্রুপক্ষের হাতে ধরা পরেও দাঁতে দাঁত চেপে নিজের দায়িত্ব পালন করেন অভিনন্দন৷ এদিকে কূটনৈতিক চাপের কাছে মাথা নত করে অভিনন্দনকে ভারতে ফেরাতে বাধ্য হন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ ৬০ ঘণ্টা পাকভূমে থাকার পর দেশে ফেরেন তিনি৷

Advertisement

তবে মেরুদণ্ডে চোট, পাঁজরের হাড়ে চিড় নিয়ে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল অভিনন্দনকে৷ সেনা হাসপাতালে চিকিৎসকদের থেকে ছাড়পত্র পাওয়ার পরই শ্রীনগরের বায়ুসেনার স্কোয়াড্রনে যোগ দেন তিনি। যেখানে সহকর্মীদের সঙ্গে একেবারে অন্য মুডে ধরা দিয়েছিলেন উইং কমান্ডার৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল খোশমেজাজে থাকা অভিনন্দনের ভিডিও৷ শ্রীনগরের বায়ুসেনার স্কোয়াড্রন থেকেই নতুন কর্মক্ষেত্র রাজস্থানে যোগ দিয়েছেন অভিনন্দন।

[আরও পড়ুন: তেরঙ্গা চেনেন না রবার্ট বঢরা, ভোট দিয়ে পোস্ট করলেন প্যারাগুয়ের পতাকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement