Advertisement
Advertisement

Breaking News

অভিনন্দন বর্তমান

অন্য মুডে সহকর্মীদের সঙ্গে মজা-খুনসুটি অভিনন্দনের, ভাইরাল ভিডিও

অন্যরকম অভিনন্দনকে দেখে কী প্রতিক্রিয়া নেটিজেনদের?

Wing Commander Abhinandan Varthaman meets colleagues
Published by: Sayani Sen
  • Posted:May 5, 2019 2:21 pm
  • Updated:May 5, 2019 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দিদশা থেকে মুক্তি পেয়ে মানসিকভাবে খানিকটা ভেঙে পড়েছিলেন তিনি৷ তবে বর্তমানে সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছেন৷ খুব শীঘ্রই হয়তো আবারও কাজে যোগ দেবেন তিনি৷ তার আগে এক্কেবারে ভিন্ন মুডে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ সহকর্মীদের সঙ্গে মজা, খুনসুটিতে ব্যস্ত তিনি৷ সেই ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়ায়৷

[ আরও পড়ুন: ‘আপনার বাবা পয়লা নম্বর দুর্নীতিগ্রস্ত’, উত্তরপ্রদেশের সভায় রাহুলকে খোঁচা মোদির]

গত ১৪ ফেব্রুয়ারি তুষারাবৃত উপত্যকা রক্তে লাল হয়ে উঠেছিল৷ জঙ্গি হামলায় পুলওয়ামায় শহিদ হন চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান৷ শহিদের রক্তে ক্ষোভ তৈরি হয় ভারতবাসীর মনে৷ প্রতিহিংসার আগুনে জ্বলে ওঠেন সকলেই৷ পুলওয়ামায় হামলার ঠিক বারোদিনের মাথায় বোমারু যুদ্ধবিমান মিরাজ-২০০০ এর মাধ্যমে আকাশপথে পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা৷ ধ্বংস করে দেওয়া হয় বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি৷ তবে তাতেও শিক্ষা হয়নি পাকিস্তানের৷ তার ঠিক পরেরদিনই আকাশপথে ভারতকে আক্রমণের চেষ্টা করে পাকিস্তান৷ তার যোগ্য জবাব দেয় ভারত৷ ধাওয়া করে পাকিস্তানের এফ-১৬ বিমান গুলি করে নামান ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ যদিও সীমানা পেরিয়ে ঢুকে যাওয়ায় পাকিস্তান অভিনন্দনকে বন্দি করে৷ কূটনৈতিক চাপের কাছে মাথানত করে অভিনন্দনকে ভারতে ফেরাতে বাধ্য হন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ তবে যুদ্ধের আবহে শত্রুপক্ষের হাতে ধরা পরেও দাঁতে দাঁত চেপে নিজের দায়িত্ব পালন করেছেন অভিনন্দন৷

Advertisement

[ আরও পড়ুন: প্রার্থীপদ প্রত্যাহারে ৫০ কোটি টাকা ঘুষ! বিস্ফোরক অভিযোগ তেজ বাহাদুরের]

দেশে ফিরে আসার পর মেরুদণ্ডে চোট, পাঁজরের হাড়ে চিড় নিয়ে বেশ কয়েকদিন হাসপাতালে ভরতি ছিলেন অভিনন্দন বর্তমান৷ সেনা হাসপাতালে চিকিৎসকদের থেকে ছাড়পত্র পাওয়ার পরই শ্রীনগরের বায়ুসেনার স্কোয়াড্রনে যোগ দেন তিনি। ককপিটের প্রতি তাঁর আকর্ষণ যে কত তা স্বীকার করে নিয়েছেন বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকরাও৷ খুব শীঘ্রই ককপিটে ফিরতে চলেছেন বায়ুসেনার উইং কমান্ডার। শ্রীনগর স্কোয়াড্রন থেকে নতুন কোনও কর্মক্ষেত্রে যোগ দেবেন অভিনন্দন। তার আগে সহকর্মীদের সঙ্গে এক্কেবারে ভিন্ন মুডে বায়ুসেনার উইং কমান্ডার৷ সকলের সঙ্গে ছবি তুললেন তিনি৷ সেই ভিডিও আপাতত নেটদুনিয়ায় ভাইরাল৷ অন্যরকম অভিনন্দনকে দেখে খুশি নেটিজেনরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement