Advertisement
Advertisement

Breaking News

Exit Poll

কেজরির গ্রেপ্তারি মাস্টারস্ট্রোক! এক্সিট পোলে দিল্লিতে শূন্য হওয়ার পথে আপ, হাসছে বিজেপি

বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী হরিয়ানা, পাঞ্জাবেও গেরুয়া ঝড়ে কুপোকাত আপ।

Clean sweep again for BJP in Delhi and Haryana Exit Poll
Published by: Kishore Ghosh
  • Posted:June 1, 2024 9:31 pm
  • Updated:June 2, 2024 1:00 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্ট থেকে নিম্ন আদালত, হাজার আবেদন নিবেদনেও কাজ হয়নি। শেষ পর্যন্ত তিহারের পথে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। একদিকে যদি তিহার হয়, অন্য দিকে তবে হার! একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষা তেমন ইঙ্গিতই দিচ্ছে। অতএব কেজরির গ্রেপ্তারি মাস্টারস্ট্রোক ছিল, মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর জন্যেই কী দিল্লি ও পার্শ্ববর্তী তিন রাজ্যের লোকসভার অঙ্কে মহাশূন্যের পথে আম আদমি পার্টি?

বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী আরও একবার বড় ব্যবধানে জিতে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে এনডিএ (NDA)। অনেক পিছনে ইন্ডিয়া। সেই ট্রেন্ড রয়েছে দিল্লি (Delhi), হরিয়ানা (Haryana) এবং পাঞ্জাবের (Punjab) এক্সিট পোলেও। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে দিল্লিতে এনডিএ জোট পেতে পারে ৬-৭ আসন, ইন্ডিয়া জোট পেতে পারে ০-১, অন্যান্যদের একটিও আসন পাওয়ার সম্ভাবনা নেই। রিপাবলিক ম্যাট্রিজেরও বক্তব্য পদ্মগন্ধে ম ম করবে রাজধানী। বিজেপি পেতে পারে ৫-৭ আসন। ইন্ডিয়া জোট পেতে পারে ০-২টি আসন। এমনকী সি ভোটারের দাবি ৪-৬ আসন পাবে এনডিএ। ইন্ডিয়া পেতে পারে ১-৩ আসন। অর্থাৎ গেরুয়া ঝড়ে ইন্ডিয়া জোট একটিও আসন নাও পেতে পারে। এর মানে অন্তর্বর্তী জামিন পেয়ে মরিয়া হয়ে রাজধানীতে তুমুল প্রচার চালিয়েও লাভ হয়নি। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল-সহ একাধিক আপ শীর্ষ নেতার গ্রেপ্তারি ব্যাকফুটে পাঠিয়েছে বিরোধী শিবিরকে। দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্রমাগত প্রচারও কাজে এসেছে। যদিও এক্সিট পোল আর প্রকৃত ভোটের ফল নাও মিলতে পারে।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: দক্ষিণে বিজেপির সূর্যোদয়, বুথ ফেরত সমীক্ষায় প্রত্যাশা পূরণ হচ্ছে কি?]

লোকসভা ভোটের মাঝে দোলাচল তৈরি হয়েছিল হরিয়ানা বিধানসভায়। দুই নির্দল বিধায়ক শাসক শিবির ত্যাগ করে কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা করেন। এর পর বিধায়সভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি এবং পালটা দাবি করতে থাকে বিজেপি (BJP) এবং কংগ্রেস (Congress)। এক্সিট পোল কিন্তু বিজেপির হয়েই কথা বলল। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, হরিয়ানার ১০ লোকসভা আসনের মধ্যে ৬-৮টি আসন জিততে চলেছে বিজেপি। ২-৪টি আসন পেতে চলেছে ইন্ডিয়া। সি ভোটারের দাবি ৪-৬ আসন পাবে এনডিএ। ইন্ডিয়া পেতে পারে ৪-৬ আসন। 

 

[আরও পড়ুন: ‘ওরা শুধু মোদিকে গালিগালাজ করতে জানে’, এক্সিট পোলের ফল দেখে উচ্ছ্বসিত মোদি]

পাঞ্জাবের কৃষক বিদ্রোহে অস্বস্তিতে পড়েছিল মোদি সরকার। এমনকী যে আন্দোলনের পরে কৃষি আইন বাতিল করতে বাধ্য হয় বিজেপি সরকার, তার নেতৃত্বে ছিল পাঞ্জাব-হরিয়ানার কৃষকরাই। প্রত্যাশা মতোই সেখানে বিজেপি একটিও আসন পাবে না! ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা এমনটাই দাবি করেছে। পঞ্চ নদের দেশের ১৩ লোকসভা আসনের মধ্যে ৭-৯ আসন পাতে পারে কংগ্রেস। অন্যদিকে কেজরিওয়ালকে চরম হতাশ করে সেখানে আপ পেতে পারে ২-৪টি আসন। শিরমণি আকালি দল খাতা খুলতে পারে, আবার নাও খুলতে পারে। তবে সি ভোটারের দাবি ১-৩ আসন পাবে এনডিএ। কংগ্রেস পেতে পারে ৬-৮ আসন। আপ পেতে পারে ৩-৫টি আসন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ