Advertisement
Advertisement

কাশ্মীরকে ভারতীয় সেনার সমাধিক্ষেত্র করে তুলব, হুমকি হিজবুল কম্যান্ডারের

প্রয়োজনে কাশ্মীরের প্রতিটি যুবককে 'সুইসাইড বম্বার' তৈরি করা হবে!

Will turn Kashmir into graveyard for Indian forces: Syed Salahuddin
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2016 7:09 pm
  • Updated:September 4, 2016 7:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “প্রয়োজনে কাশ্মীরের প্রতিটি যুবককে ‘সুইসাইড বম্বার’ তৈরি করা হবে! তারা কাশ্মীর উপত্যকাকে ভারতীয় সেনার সমাধিক্ষেত্র করে তুলবে৷” শনিবার এই ভাষাতে কেন্দ্রীয় সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানাল কাশ্মীরের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি, হিজবুল মুজাহিদিনের চিফ কম্যান্ডার সৈয়দ সালাহউদ্দিন৷

কাশ্মীর প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার একাধিকবার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বৈঠকের ডাক দিলেও সমস্যা মেটেনি৷ রবিবারও থমথমে রয়েছে উপত্যকা৷ এই পরিস্থিতিতে সালাহউদ্দিনের বক্তব্য আগুনে ঘি ঢালার সামিল বলে মনে করছে রাজনৈতিক মহল৷ ৬৯ বছরের হিজবুল কম্যান্ডারের বক্তব্য, “কাশ্মীরি নেতৃত্ব, মানুষ ও মুজাহিদিন মনে করে পোশাকি, শান্তিপূর্ণ আলোচনায় এই সমস্যার সমাধান হবে না৷ অস্ত্রই দেখাতে পারে সমাধানের পথ৷”

Advertisement

ভারতীয় সেনার বিরুদ্ধে ‘টার্গেট ওরিয়েন্টেড আর্মড স্ট্রাগল’ শুরু করার ডাক দিয়েছে সৈয়দ সালাহউদ্দিন৷ পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফফরবাদে বসে দেওয়া এক সাক্ষাৎকারে তার হুঁশিয়ারি, ভারতীয় সেনাকে কিছুতেই জিততে দেওয়া যাবে না৷ গত দু’মাস ধরে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর প্রতিবাদে সেনা-পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ৷ পাক সমর্থিত ভারতবিরোধী কাশ্মীরি জঙ্গি গোষ্ঠী ইউনাইটেড জিহাদ কাউন্সিলের শীর্ষ নেতা সালাহউদ্দিনের দাবি, পেশিশক্তি দেখিয়ে কাশ্মীর দখল নিতে তৈরি হিজবুল মুজাহিদিনের সদস্যরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement