Advertisement
Advertisement

Breaking News

জগনমোহন

‘প্রয়োজনে পঞ্চাশবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব’, অন্ধ্রের বিশেষ মর্যাদার দাবিতে অনড় জগন

নরেন্দ্র মোদি, অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন অন্ধ্রের ভাবী মুখ্যমন্ত্রী৷

‘Will remind PM Modi 40, 50 times’, Jaganmohan Reddy
Published by: Tanujit Das
  • Posted:May 26, 2019 5:38 pm
  • Updated:May 26, 2019 9:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ওয়াইএসআরসিপি নেতা জগনমোহন রেড্ডি৷ রবিবার সকালে দিল্লিতে মোদির সঙ্গে দেখা করলেন তিনি৷ জানালেন, একবার নয় প্রয়োজনে ৩০, ৪০ বা ৫০বারও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি৷ বারবার মোদিকে মনে করাবেন অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার বিষয়টি৷ কেবল ভাবী প্রধানমন্ত্রীই নন, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গেও কথা বলেন অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী৷

[ আরও পড়ুন: এবার লোকসভায় নবনির্বাচিত ২৩৩ জন সাংসদ ফৌজদারি মামলায় অভিযুক্ত ]

Advertisement

জানা গিয়েছে, আগামী ৩০ মে একদিকে যখন রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি৷ ওই একই দিনে বিজয়ওয়াড়ায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন জগনমোহন রেড্ডি৷ তার আগেই দেশের ভাবী প্রধানমন্ত্রী সঙ্গে অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী বৈঠক, অবশ্যই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷ নির্বাচনের আগেই জগনমোহন বলেছিলেন যে, অন্ধ্রকে যে সরকার বিশেষ মর্যাদা দেবে, সেই সরকারের পাশে থাকবেন এবং তাকে সমর্থন করবেন তিনি৷ সূত্রের খবর, কেন্দ্রের ভাবী প্রধানমন্ত্রীর কাছে সেই দাবি জানাতেই গিয়েছিলেন জগনমোহন রেড্ডি৷

[ আরও পড়ুন: শ্রীলঙ্কা থেকে সমুদ্রপথে ঢুকছে আইএস জঙ্গি! কেরল উপকূলে জারি হাই অ্যালার্ট ]

২০১৪-র ২৮২ আসনকে ছাপিয়ে, এবার ৩০৩ আসন নিয়ে দিল্লির ক্ষমতায় বসেছেন নরেন্দ্র মোদি৷ এই বিপুল জমসমর্থনের জন্য দেশের মানুষকে আগেই ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ অন্যদিকে, অন্ধ্রতেও ভাল ফল করেছে জগনের দল ওয়াইএসআরসিপি৷ লোকসভা নির্বাচনে ২৫ আসনের মধ্যে অন্ধ্রতে ২২ আসন পেয়েছে জগনের দল৷ এবং প্রতিপক্ষ চন্দ্রবাবু নায়ড়ুর টিডিপিকে পর্যুদস্ত করে ১৭৫ আসন বিশিষ্ট অন্ধ্রপ্রদেশের বিধানসভায় ১৫২ আসন পেয়েছেন তাঁরা৷ যার ফলে প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন জগনমোহন রেড্ডি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement